একের পর এক গা গরম করা হট ফোটোশ্যুটে রাইমাকে দেখে ভিড়মি খাচ্ছেন আট থেকে অষ্টাদশী (Raima Sen)। সোনালি রঙের গ্লিটারস পোশাকে জ্বলজ্বল করছেন অভিনেত্রী রাইমা, অনাবৃত উরু বার করে বসে রয়েছেন মুনমুন কন্যা। খোলা চুল, অপলক চাহনিতে রাইমার রূপের ছটায় ঘায়েল হয়েছেন ভক্তরা।