ছোট্ট ধুতি-পাঞ্জাবিতে SUPERCUTE ইউভান, ঘুমিয়েই কাটল 'রাজশ্রী' পুত্রের পুজো

Published : Oct 27, 2020, 02:46 PM ISTUpdated : Oct 27, 2020, 04:34 PM IST

ইউভানের প্রথম পুজো। করোনা আবহে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বাবাকে হারিয়ে বাবা হয়েছে রাজ চক্রবর্তী। সুখ-দুঃখ মিলিয়ে ইউভান এখন তাঁদের জীবনে আলোয় আলোকিত করে দিয়েছে। সত্যি কথা বলতে ইউভানের মত শান্ত ছেলে খুব কমই দেখা যায়। এমনটাই বলছে ভক্তরা। কোনও আওয়াজ নেই মুখে, বেশি ছটফটেও নয়, 'মমি' শুভশ্রীকে একেবারেই বিরক্ত করে না সে। 

PREV
110
ছোট্ট ধুতি-পাঞ্জাবিতে SUPERCUTE ইউভান, ঘুমিয়েই কাটল 'রাজশ্রী' পুত্রের পুজো

মাস খানেক বয়স হতেই পুজোর আনন্দে মেতে উঠেছিল ইউভান। সবচেয়ে ছোট পাঞ্জাবি, ধুতি পরে দেখে গদগদ নেটিজেনরা। 

210

একের পর এক সাইবারবাসীরা লিখে চলেছে 'অ্যাডোরেবল'। ইউভানকে এক কথায় অ্যডোরেবল বললেও কমই বলা হবে। 

310

সাদা রঙের ধুতি পাঞ্জাবিতে কালো পাড় দেওয়া ডিজাইন। অধিকাংশ সময়ই ঘুমিয়ে কাটিয়েছে ছোট্ট ইউভান। 

410

শুভশ্রীকে একটি সাধারণ হালকা সালোওয়ার কামিজে দেখা গিয়েছে। এবং রাজ পরেছিলেন পাঞ্জাবী।

510

তবে চোখ গিয়েছে ইউভানের উপরেই। শুভশ্রীর দিদির বাড়িতেই এই বছরই প্রথমবার দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছে। 

610

সমস্ত নিয়মাবলী মেনেই, স্যানিটাইজেশন করে সম্পন্ন হয়েছে পুজো। সেখানেই মা-বাবার সঙ্গেই হাজির হয়েছিল ইউভান। 

710

পুজোয় এবারে সেনসেশন একজনই। ইউভান। ইউভানের কিউটনেসে হার মেনেছে সকল তারকাদের পোস্ট। 

810

কারও প্রেমের ছবি, তো কারও দুর্গাপুজোর পেটপুজোর পোস্ট, সবকিছুকে ছাপিয়ে গিয়েছে ইউভান। 

910

তাঁকে এই মিষ্টি ধুতি পাঞ্জাবিতে দেখে আনন্দিত হয়েছে টলিউডের সকল অভিনেতা অভিনেত্রীরাই। 

1010

কখনও বাবার কোলে তো কখনও মায়ের কোলে, নিশ্চিন্তেই ঘুমোচ্ছে ছেলে।  

click me!

Recommended Stories