সফর শুরু টেলি-পর্দায়, সেখান থেকে পাড়ি বলিউড, স্টাইল স্টেটমেন্টেই বাজিমাত ঋতাভরী

Published : Jun 26, 2020, 07:31 PM ISTUpdated : Jun 26, 2020, 07:32 PM IST

শুরুটা ছিল ওগো বধু সুন্দরী ধারাবাহিক দিয়ে। ললিতা হয়ে দর্শকদের মন জয় করেছিলেন ঋতাভরী। সেখান থেকেই যাত্রা শুরু। এরপর সফরটা বেশ সুদূর প্রসাতির হয়ে ওঠে ঋতাভরীর। বাংলা চলচ্চিত্র জগত তো রইয়ে, পাশাপাশি ঋতাভরী এক পরিচিত মুখ এখন বলিউডেও। তাঁর ফ্ললেস বিউটিই যেন মুল মন্ত্র। 

PREV
18
সফর শুরু টেলি-পর্দায়, সেখান থেকে পাড়ি বলিউড, স্টাইল স্টেটমেন্টেই বাজিমাত ঋতাভরী

বাংলা ধারাবাহিকের অতি পরিচিত মুখ ললিতা। ওগো বধু সুন্দরী ধারাবাহিকে এক নতুন অভিনেত্রীর সঙ্গে পরিচয় ঘটেছিল দর্শকদের। 

28

এরপর থেকে একে একে ছন্দে ফেরে ঋতাভরী চক্রবর্তীর কেরিয়ার। হাতে আসে টলিউডে ছবির প্রস্তাব। সেখান থেকে ডাক সোজা বলিউডে। 

38

ন্যাকেড শর্ট ফিল্মে কল্কির সঙ্গে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন তিনি। সেই প্রথম বলিউডের সঙ্গে পরিচিতি ঘটে ঋতাভরীর। 

48

এরপর এক বিজ্ঞাপনের দৌতলে কাজ করার সুযোগ হয় অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কইফের সঙ্গে। সেখানেই থেকে থাকা নয়, একটি গানে আয়ুষ্মান খুরানার বীপরিতেও কাজ করেছেন ঋতাভরী। 

58

বাংলা চলচ্চিত্র জগতে তখন দুই দুটি ছবির প্রস্তাব হাতে। জিৎ-এর সঙ্গে শেষ থেকে শুরু, ও উইন্ডোজ প্রযোজনার সঙ্গে ব্রহ্মা জানে গোপন কম্ম। 

68

তবে অভিনয়ের সুবাদে ভক্তদের সঙ্গে ঋতাভরীর যে পরিচিতি, তার থেকেও বেশি নজর কাড়ে তাঁর স্টাইল স্টেমেন্ট ও সোশ্যা মিডিয়া পোস্ট। 

78

ঋতাভরী এক কথায় বলতে গেলে সোশ্যাল মিডিয়ার পাতায় সুপারস্টার। তাঁর হট পোজ থেকে শুরু করে স্টানিং লুক। 

88

কখনও সাদা কালো ফ্রেম হোক কিংবা রঙিন, ঋতাভরীর সোশ্যাল মিডিয়ার পেজ যেন তাঁর পোর্ট ফোলিয়োর পাতা। মুহূর্তে নজর কাড়ে ভক্তদের। 

click me!

Recommended Stories