Published : May 02, 2020, 09:59 AM ISTUpdated : May 02, 2020, 10:01 AM IST
এখন সত্যজিৎ রায়ের জন্মদিন মানেই তাঁর বাড়িতে উপচে পড়া ভিড়। ছোটবড় সব বয়সের মানুষেরাই এদিন ছুঁটে আসেন বাবার টানে, দেখতে বেশ ভালো লাগে, জানিয়েছিলেন সন্দীপ রায়। বাবা মানুষ খুব পছন্দ করতেন। তবে তিনি যখন বেঁচে ছিলেন, তখন জন্মদিনটা পালন হত খানিকটা ভিন্ন স্বাদে। এখনকার মত নয়। কীভাবে জন্মদিন সেলিব্রেশন করতেন পরিচালক, আজও তা সন্দীপ রায়ের স্মৃতিতে উজ্জ্বল।