গভীর রাতে 'ভূতুড়ে' রাস্তা দিয়ে চলেছেন সোনা, 'মোহর' সুরক্ষা নিয়ে চিন্তিত ভক্তমহল

বাংলা টেলিজগতের জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহা। মোহর ধারাবাহিকে কাজ করার পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে ওঠেন তিনি। এর আগে অন্য ধারাবাহিকে অভিনয় করেন। দেবী চৌধুরাণী ধারাবাহিকে অভিনয় করেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। তবে মোহর ধারাবাহিকের জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন সোনা। সোনার সোশ্যাল মিডিয়ায় সর্বদা নজর সাইবারবাসীর। নিত্যদিন না হলেও মাঝে মধ্যে নিজের নানা ছবি পোস্ট করতে থাকেন সোনা। 

Adrika Das | Published : Jan 29, 2021 2:30 PM
18
গভীর রাতে 'ভূতুড়ে' রাস্তা দিয়ে চলেছেন সোনা, 'মোহর' সুরক্ষা নিয়ে চিন্তিত ভক্তমহল

সোশ্যাল মিডিয়ার প্রায়সই নিজের ফ্যাশনের ঝলক নিয়ে ধরা দেন সাইবারদুনিয়ায়। 

28

কখনও আবার নিজের শ্যুটিং সেরে ফোটশ্যুটে মজে থাকেন সোনামণি। যা দেখে মন ভরে ভক্তদের। 

38

মাঝে মধ্যে নিজের নানা ছোটখাটো অভিজ্ঞতা তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। 

48

এবারে চাঁদনি রাতে লং ড্রাইভের ভিডিও শেয়ার করলেন সোনামণি। 

58

ভিডিওতে শেয়ার করা সেই রাস্তা দেখলেই গায়ে কাঁটা দিয়ে উঠবে যে কারও। 

68

ফাঁকা অন্ধকার রাস্তা। দূরে দেখা যাচ্ছে একটা মাত্র গাড়ি। পিছনেই যাচ্ছে সোনার গাড়ি। 

78

'হাইওয়ে' ছবির 'মাহি ওয়ে' চলেছে গাড়ির স্টিরিওতে। সেই গাড়ির মধ্যে বসেই ভিডিও রেকর্ড করেছেন তিনি। 

88

গভীর রাতে এই ফাঁকা রাস্তা দিয়ে এগিয়ে চলেছেন তিনি। ভয় ডর অবশ্য নেই তাঁরা। রোম্যান্টিসজমেই মজেছেন সোনা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos