২৮ দিনের প্রেমেই সোজা বিয়ের পিঁড়িতে 'দেবশ্রী', আদুরে উষ্ণ চুম্বনে জামাইবাবুকে শুভেচ্ছা শুভশ্রীর

 বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিবারে খুশির খবর।  ২ এপ্রিল,অর্থাৎ গতকালই সাতপাকে বাঁধা পড়লেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের  দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়।  দীর্ঘদিনের বন্ধু অমিত ভাটিয়ার সঙ্গে নতুন জীবন শুরু করলেন দেবশ্রী। হাতেগোনা অতিথিতেই ধুমধাম করে অনুষ্ঠিত হল দেবশ্রীর বিয়ের অনুষ্ঠান। দিদি-জামাইবাবুর বিয়ের ছবি পোস্ট করে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ছবি।

Riya Das | Published : Apr 3, 2021 5:46 AM IST
19
২৮ দিনের প্রেমেই সোজা বিয়ের পিঁড়িতে 'দেবশ্রী', আদুরে উষ্ণ চুম্বনে জামাইবাবুকে শুভেচ্ছা শুভশ্রীর

 বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় মা হওয়ার পর যেন আর বেশি জনপ্রিয় হয়ে উঠছেন। অভিনেত্রী তকমার বাইরে ছোট্ট ইউভানের মা যেন সর্বদাই লাইমলাইটে রয়েছেন।
 

29

ফের খুশির খবর গঙ্গোপাধ্যায় পরিবারে। গতকাল অর্থাৎ ২ এপ্রিল সাতপাকে বাঁধা পড়লেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের  দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। 

39


 দীর্ঘদিনের বন্ধু অমিত ভাটিয়ার সঙ্গে নতুন জীবন শুরু করলেন দেবশ্রী। হাতেগোনা অতিথিতেই ধুমধাম করে অনুষ্ঠিত হল দেবশ্রীর বিয়ের অনুষ্ঠান।

49

প্রথমসারির সংবাদমাধ্যমকে দেবশ্রী জানিয়েছেন, দীর্ঘ ৭ বছরের বন্ধুত্ব হলে প্রেমের বয়স মাত্র ২৮ দিন। প্রাক্তন সহকর্মী অমিত ভাটিয়ার গলায় মালা পরালেন দেবশ্রী।

59

অমিত পাঞ্জাবি। তাই ছেলের বাড়ির মতেই চৈত্র মাসে ছাদনাতলায় বসলেন দেবশ্রী। তবে তাদের বিয়েতে পরিবারের সকলে এতটাই খুশি যে মাস-দিন নয় বরং এই দিনটার অপেক্ষাতেই সকলেই ছিলেন।
 

69

তবে বড় শ্যালিকার বিয়েতে দেখা যায়নি রাজ চক্রবর্তীকে। নির্বাচনী প্রচারে ব্যস্ত ছোট জামাই রাজ চক্রবর্তী। তাই পুরো বিষয়টা রাজের পরির্বতে সামলেছেন শুভশ্রী।
 

79

সূত্রের খবর, ২০১৪ সালে কাজের সূত্রেই আলাপ অমিত-দেবশ্রীর। দীর্ঘদিনের বন্ধুকে ২০২১ সালে ভ্যালেন্টাইন ডে-র দিন প্রপোজ করেন অমিত। তারপরেই ২ এপ্রিল বিয়ে।

89


আগামী ২৪ এপ্রিল রিসেপশন। বিয়ের দিন বাঙালিয়ানায় আপ্যায়ন হলে রিসেপশনে থাকছে কন্টিনেন্টাল ডিশ।

99


নিজের ইনস্টাগ্রামে দিদি-জামাইবাবুর আদর মাখা বিয়ের ছবি পোস্ট করে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল ছবি।

Share this Photo Gallery
click me!

Latest Videos