নীলাঞ্জনা-যিশুর ওয়েডিং রিসেপশন, নেটদুনিয়ায় ভাইরাল অ্যালবাম

পাপারাৎজী এবং ডিজিটাল দুনিয়ার কারণে ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখা ভারি মুশকিল। এর মধ্যেও কোন রকমে নিজেদের ব্যক্তিগত জীবনকে সকলের আড়ালে রেখেছেন। কোথায় কী করছেন, কোথায় যাচ্ছেন সবকিছুই পাপারাৎজীর থেকেই সরে গিয়েই করে থাকেন। তবে সম্প্রতি ভাইরাল হয়ে গিয়েছে যিশু ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিয়ের রিসেপশনের আন্দরমহলের বেশ কিছু ছবি। যেখানে তাঁদের ঘনিষ্ঠ কিছু মুহূর্তের পাশাপাশি টলিউডের অন্যান্য তারকাদের কোজি মোমেন্টস ইতিমধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়।

Adrika Das | Published : Apr 21, 2020 7:22 AM IST
18
নীলাঞ্জনা-যিশুর ওয়েডিং রিসেপশন, নেটদুনিয়ায় ভাইরাল অ্যালবাম


নীল রঙের লেহেঙ্গায় নীলাঞ্জনা এবং সাদা পাঞ্জাবিতে যিশু। অন্যান্য সেলেব্রিটিদের সাজের চেয়ে একেবারেই আলাদা। 

28

সাধারণত লাল কিংবা অন্য রঙের বেনারসিতে সেজে ওঠেন বাঙালি বধূরা।  তার সঙ্গে ভারি সোনার গয়না। 

38

মাথায় ফুলের সাজ, মাথায় চন্দন। তবে এসব কিছুরই ধার ধারেননি অভিনেত্রী নীলাঞ্জনা। একেবারে সিম্পেল সাজে দেখা গিয়েছিল তাঁকে।

48

নীল রঙের লেহেঙ্গা, হালকা মেকআপ এবং অত্যন্ত কম গয়না। যতটুকু না পরলেই নয়। 

58

তেমনই যিশুকে দেখা গেল সাধারণ সাদা রঙের পাঞ্জাবিতে। ওয়েডিং রিসেপশনে অথিতির তালিকায় দেখা গেল প্রসেনজিতকে।

68

প্রসেনিজতের বোন পল্লবীকেও দেখা গেল ছবিতে। অন্যদিকে রয়েছেন জিৎ। একই ফ্রেম শেয়ার করেছেন জিৎ, যিশু, নীলাঞ্জনা এবং চন্দনা।

78

ছবিতে দেখা গেল স্বস্ত্রীক রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিককে। এই ছবিগুলিও বেশ ভাইরাল নেটদুনিয়ায়।

88

রচনা বন্দ্যোপাধ্যায়ও ছিলেন অথিতিদের তালিকায়। গোল্ডেন শাড়িতে দেখা গিয়েছে তাঁকে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos