সারেগামা থেকে বিগ বসের মঞ্চ, বলিউড কি চিনল না অনীকের মত প্রতিভাকে

কলকাতায় জন্ম। বড় হয়ে ওঠাও এখানেই। ছোট থেকে গানের তালিম নেওয়া। স্কুলে পড়াশুনো চলাকালীনও বহু গানের শোয়ে অংশগ্রহণ করা। কেবল অংশগ্রহণই নয়, জিতেও ফেরা। এভাবেই গানের প্রতি একটু একটু করে ভালবাসাটা প্যাশনে পরিণত হয় অনীক ধরের। আজ তাঁর জন্মদিন। দিন কতক আগে সচীন তেন্দুলকারের জন্মদিনে গান বেঁধে মুগ্ধ করেছেন দর্শকদের। ভক্তরা এভাবেই তাঁর থেকে প্রতি মুহূর্তে নতুন কিছুর আশা করে থাকে। 
 

Adrika Das | Published : Apr 26, 2020 11:55 AM IST / Updated: Apr 26 2020, 05:37 PM IST
110
সারেগামা থেকে বিগ বসের মঞ্চ, বলিউড কি চিনল না অনীকের মত প্রতিভাকে

কীভাবে শুরু হল অনীকের যাত্রা। গায়ক থেকে সোজা টেলিভিশন রিয়্যালিটি স্টার। 

210

গানের মঞ্চ থেকে বিগ বসের মঞ্চে কীভাবে গেলেন তিনি। সেই নিয়েই অবশ্য রয়েছে নানা জল্পনা। 
 

310

অনীক স্কুলের সময় থেকেই বিভিন্ন গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন।

410

সেখান থেকেই হঠাৎ সারেগামার জন্য অডিশন দিলেন তিনি। প্রতিভার জোরে সুযোগ হয়ে যায় টিভির পর্দায় আসার।

510

কেবল তাই নয়। সারেগামা-এ তাঁর সুরের দাপটে ট্রফিও জুটল অনীকের ঝুলিতে। 

610

অনীক কেবল সারেগামার বাংলা অনুষ্ঠাটিতেই নয়, জয়ী হয়েছিলেন হিন্দি অনুষ্ঠানটিতেও।

710

ধীরে ধীরে তাঁকে চিনতে শুরু করল সঙ্গীত জগৎ। অনীকের গানে মুগ্ধ হল বেশ কয়েকজন সঙ্গীত পরিচালকরাও।

810

তবে বলিউডে সেভাবে সফলতা পাননি অনীক। তাই জন্যই কি বিগ বসের দিকে ঝুঁকলেন তিনি।
 

910

টেলিভিশনের জনপ্রিয় সেলেব্রিটি রিয়্যালিটি শো বিগ বস বাংলার প্রথম সিজনে আসেন তিনি।

1010


সকলকে তাক লাগিয়ে জিতেও যান সেই শো। বিগ বসের পর থেকে বিভিন্ন রিয়্যালিটি শোয়ে উপস্থাপনাও করেছেন তিনি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos