Published : Apr 26, 2020, 05:25 PM ISTUpdated : Apr 26, 2020, 05:37 PM IST
কলকাতায় জন্ম। বড় হয়ে ওঠাও এখানেই। ছোট থেকে গানের তালিম নেওয়া। স্কুলে পড়াশুনো চলাকালীনও বহু গানের শোয়ে অংশগ্রহণ করা। কেবল অংশগ্রহণই নয়, জিতেও ফেরা। এভাবেই গানের প্রতি একটু একটু করে ভালবাসাটা প্যাশনে পরিণত হয় অনীক ধরের। আজ তাঁর জন্মদিন। দিন কতক আগে সচীন তেন্দুলকারের জন্মদিনে গান বেঁধে মুগ্ধ করেছেন দর্শকদের। ভক্তরা এভাবেই তাঁর থেকে প্রতি মুহূর্তে নতুন কিছুর আশা করে থাকে।