পলকে ভিলেন থেকে হিরো, আপনার ইংরেজিটা খারাপ, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়ে সপাট জবাব জুন আন্টির

সেলেব মানেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের নিত্য আনাগোনা। সেই একই কারণে মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে থাকেন সকলের প্রিয় জুন আন্টি। যদিও তিনি ভিলেন হিসেবেই জনপ্রিয়। তারই প্রফাইলে গিয়ে এক ট্রোলার কমেন্ট করে বসলেন তাঁর ইংরেজি নাকি খারাপ। কমেন্ট পড়েই গুছিয়ে উত্তর দিয়ে ভিলেন থেকে হিরো উষশী চক্রবর্তী। 

Jayita Chandra | Published : Mar 20, 2021 4:10 AM IST
17
পলকে ভিলেন থেকে হিরো, আপনার ইংরেজিটা খারাপ, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়ে সপাট জবাব জুন আন্টির

সোশ্যাল মিডিয়ায় হঠাৎই একজন কমেন্ট করে বসে আপনার ইংরেজি উচ্চারণ খুবই বাজে। এতেই গুছিয়ে বাংলায় উত্তর দিলেন জুন আন্টি। 

27

লিখলেন- হ্যাঁ, ঠিকই বলেছেন৷ বাংলা মিডিয়াম পড়েছি তো- সরকারী স্কুলে৷ ক্লাস সিক্স থেকে ইংরেজি ছিল তাই জন্যই বোধহয় উচ্চারণ তেমন শেখা হয়নি৷ 

37

আসলে বাবার পয়সা ছিল না ইংরেজি স্কুলে ভর্তি করার আর মতাদর্শগতভাবে বিশ্বাস করতেন সন্তানকে বাংলা স্কুলে পড়াবেন তাই সরকারী স্কুলে পড়িয়েছিলেন৷ 

47

তবে কি ইংরেজি উচ্চারণের সঙ্গে লেখাপড়ার তেমন কোনও সম্পর্ক নেই, তাই পড়াশুনো আটকায়নি। সেন্ট জেভিয়ার্স থেকে অর্থনীতির স্নাতক হয়েছি তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকত্তর৷

57

যতটুকু ইংরেজি জানি তাতে স্নাতোকত্তরে ফার্স্টক্লাস পেতে অসুবিধা হয়নি৷ এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল করেছি মানবী বিদ্যা চর্চায়৷ সেখানে দ্বিতীয় স্থান পেয়েছিলাম৷ আপাতত, পিএইচডি উপরিউক্ত বিশ্ববিদ্যালয় থেকেই জমা দিয়েছি৷ 

67

কিছুদিনের মধ্যেই আশা করছি ডক্টোরেট পাব৷ ও হ্যাঁ- আমার এমফিল আর পিএইচডি দুটোই বাংলায় লেখা৷ এ রাজ্যে এখনও উচ্চশিক্ষা মাতৃভাষায় সম্ভব৷ আপনার মাতৃভাষায় বুৎপত্তি নিশ্চয়ই ইংরেজির মতই ভাল তাও জনস্বার্ছে নীচে কিছু পরিভাষা দিয়ে দিলাম৷ স্নাতক- BA, স্নাতোকত্তর-MA মানবীবিদ্যাচর্চা- Women Studies মতাদর্শ-ideology 

77

জুন আন্টির এই উত্তর দেখেই মুগ্ধ নেটদুনিয়া। সকলেই প্রশ্ংসায় পঞ্চমুখ, আর তিনিও হয়ে উঠলেন সকলের চোখে এক কথায় হিরো। 

Share this Photo Gallery
click me!

Latest Videos