কিছুদিনের মধ্যেই আশা করছি ডক্টোরেট পাব৷ ও হ্যাঁ- আমার এমফিল আর পিএইচডি দুটোই বাংলায় লেখা৷ এ রাজ্যে এখনও উচ্চশিক্ষা মাতৃভাষায় সম্ভব৷ আপনার মাতৃভাষায় বুৎপত্তি নিশ্চয়ই ইংরেজির মতই ভাল তাও জনস্বার্ছে নীচে কিছু পরিভাষা দিয়ে দিলাম৷ স্নাতক- BA, স্নাতোকত্তর-MA মানবীবিদ্যাচর্চা- Women Studies মতাদর্শ-ideology