পরকীয়ার নেশায় মজে নুসরত, ব্যোমকেশই কি খুঁজে বার করবেন অভিনেত্রীর গর্ভের সন্তানের আসল বাবাকে

সেপ্টেম্বরেই মা হচ্ছেন নুসরত জাহান। সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের বেবিবাম্প প্রকাশ্যে আসার পর থেকেই মা হওয়ার খবরে শিলমোহর পড়েছে। নুসরত জাহান- নিখিল জৈন-যশ দাশগুপ্ত এই ত্রিকোণ প্রেম নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। নিখিলের সঙ্গে রূপকথার বিয়েকে সহবাসের তকমা দিয়ে পুরো সমীকরণটাই এক মুহূর্তে বদলে দিয়েছেন নুসরত। তারপর থেকেই একাধিক মিমে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। নুসরতের গর্ভের সন্তানের বাবা কে, কী তার আসল পিতৃপরিচয়, তা জানতেই মুখিয়ে রয়েছে ভক্তরা। এবার নুসরতের বাচ্চা খুঁজে দেওয়ার গুরুদায়িত্ব পড়ল স্বয়ং ব্যোমকেশ বাবুর ঘাড়ে। ব্যোমকেশই কি খুঁজে বার করবে নুসরতের সন্তানের আসল বাবাকে।

Riya Das | Published : Jun 16, 2021 4:50 AM IST / Updated: Jun 16 2021, 10:25 AM IST
111
পরকীয়ার নেশায় মজে নুসরত, ব্যোমকেশই কি খুঁজে বার করবেন অভিনেত্রীর গর্ভের সন্তানের আসল বাবাকে

মা হতে চলেছেন টলি কুইন নুসরত জাহান। সূত্র থেকে জানা গেছে আগামী সেপ্টেম্বরেই নাকি আসতে চলেছে নুসরতের গর্ভের সন্তান। গোটা টলিপাড়া উত্তাল এই খবরে।

211

নিখিলের সঙ্গে রূপকথার বিয়েকে সহবাসের তকমা দিয়ে পুরো সমীকরণটাই এক মুহূর্তে বদলে দিয়েছেন নুসরত। তার পর থেকেই একাধিক মিমে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। 

311

 প্রায় ৬ মাস ধরে আলাদা  রয়েছেন নিখিল ও নুসরত। নুসরতের গর্ভের সন্তানকে নিজের সন্তান বলে মানতে নারাজ নিখিল, সেকথা সংবাদমাধ্যমকে সটান জানিয়েও দিয়েছেন নুসরতের স্বামী নিখিল জৈন। 

411

নিখিলের কথা প্রকাশ্যে আসতেই নেটিজেনরা অনেকেই নুসরতের মা হওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাহলে নুসরতের গর্ভের সন্তানের বাবা কে? এই নিয়ে এখন তর্জা চলছে।

511

নুসরতের গর্ভের সন্তানের বাবা কে, কী তার আসল পিতৃপরিচয়, তা জানতেই মুখিয়ে রয়েছে ভক্তরা। 

611

 এবার নুসরতের বাচ্চা খুঁজে দেওয়ার গুরুদায়িত্ব পড়ল স্বয়ং ব্যোমকেশ বাবুর ঘাড়ে। ব্যোমকেশই কি খুঁজে বার করবে নুসরতের সন্তানের আসল বাবাকে।

711

ব্রাত্য বসু পরিচালিত 'ডিকশনারি' ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন আবীরও নুসরত। সেখানেই পরকীয়ায় জড়িয়ে পড়েছিল স্মিতা। এবার সেই চরিত্র টেনেই সোশ্যাল মিডিয়ায় মিম তৈরি হল।

811

ফের নুসরতের অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে কাটাছেড়া শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল মিমে দেখা যাচ্ছে আবীর বলছেন, 'বলুন কীভাবে আপনাকে সাহায্য করতে পারি?'উত্তরে নুসরত বলছেন, 'আমার বাচ্চার আসল বাবাকে খুঁজে দেবেন ব্যোমকেশ বাবু?'।

911

এর আগে যেহেতু ব্যোমকেশের চরিত্রে ফাটিয়ে অভিনয় করেছেন আবীর সেই কারণেই ব্যোমকেশ বলেই আবীরকে সম্বোধন করেছেন নেটিজেনরা।

1011

নিজের অন্তঃসত্ত্বা নিয়ে যেমন চুপ রয়েছেন নুসরত ঠিক তেমনটাই মুখে কুলুপ এঁটেছেন নুসরতের রিউমার্ড বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত। তবে নুসরত যে নিজের মাতৃত্বটাকে চুটিয়ে উপভোগ করছেন তা স্পষ্ট।

1111

বর্তমান সময়ে অনেকেই সিঙ্গল মাদার হিসেবে নিজের জায়গা প্রমাণ করেছেন। হয়তো নুসরতও তেমনটাও করতে পারেন বলেন অভিমত একাংশের। তবে পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নন নুসরত জাহান। 
 

Share this Photo Gallery
click me!

Latest Videos