যারা এই শো-এর অতিথি হিসেবে আসবেন তাদের সাক্ষাৎকার নেবেন নুসরত (Nusrat Jahan)। এককথায় গল্প -আড্ডার ছলে ব্যক্তিগত গোপন তথ্যও ফাঁস হতে পারে'ইশক উইফ নুসরত' -এ। নিজেদের জীবনের প্রেমের গল্পও শোনাবেন অতিথিরা। ইতিমধ্যেই জানা গিয়েছে, মদন মিত্র (Madan Mitra), ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty), কিরণ দত্তরা অতিথি হিসেবে থাকতে চলেছেন। তবে এবার নাকি স্বামী যশও (Yash Dasgupta) এই শো থাকছেন বলে খবর।