মুম্বইতে চলছে মাইকেল জ্যাকসনের কনসার্ট। সময়টা ঠিক নয়ের দশকের মাঝামাঝি। ভারতীয় সঙ্গীত জগত থেকে সেখানে একজনই আমন্ত্রণ পেয়েছিলেন , তিনি হলেন বলিউডের ডিস্কো কিং বাপ্পি লাহিড়ি। তিনি আর নেই। এখন যেন কথাটা ঠিক বিশ্বাস হচ্ছে না। সকলের মন খারাপ করে না ফেরার দেশে চলে গেলেন বাপি লাহিড়ি ( Bappi Lahiri Death)। গত ২৯ দিনের লড়াই শেষ হয়েছে মঙ্গলবার রাতে। গায়ক- সুরকারের মৃত্যুতে সকলেই শোকস্তব্ধ। মঙ্গলবার রাতেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউডের গোল্ডেন ম্যান বাপ্পি লাহিড়ি। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৬৯ বছর। গায়ক- সুরকারের মৃত্যুতে সকলেই শোকস্তব্ধ (Bappi Lahiri Passes Away) । তিনি চলে গেলেও তার স্মৃতি সারা জীবনের জন্য অমলিন থাকবে প্রতিটা মানুষের হৃদয়ে। শুধু ভারতেই তার জনপ্রিয়তা সীমাবদ্ধ ছিল না। ভারতের গন্ডি পেরিয়ে পেয়েছিলেন আন্তর্জাতিক খ্যাতি, নাম উঠেছিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। এমনকী হলিউডি ছবিতেও তার গানের ব্যবহার হয়েছিল। তার পুরো জীবনটাই যেন গল্পের মতো সাজানো।