সুভাষ চন্দ্র বসু (Subhash Chandra Bose) (২০০৪)- আজাদ হিন্দ ফৌদের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। ছবিটির পরিচালনাতে ছিলেন শ্যাম বেনেগাল। যেখানে অভিনয় করেছিলেন সচিন খেদেকর, কুলভূষন কারবান্দা, রাজিত কাপুর, আরিফ জাকারিয়া প্রমুখেরা। আজাদ হিন্দ ফৌজ গড়ে তোলার জন্য কীভাবে পদক্ষেপ নিয়েছিলেন নেতা, ধীরে ধীরে স্বাধিনতার পথে কীভাবে ঘুঁটি সাজিয়েছিলেন সেই গল্পই ফুঁটে উঠেছিল এই ছবিতে।