বচ্চন পরিবারের বন্ডিংয়ের কথা প্রায় সকলেরই জানা। শ্বশুর এবং শাশুড়ির নয়নের মণি ঐশ্বর্য রাই বচ্চন। নিজেদের ফ্যামিলি বন্ডিংয়ের কথা প্রায়শই বলে থাকেন অভিষেক বচ্চন। তবে জানেন কি, বিয়ের পর বেশ কিছু সময় কেটে গেলে কোনওদিন উপলব্ধি করতে পারেনননি তিনি বচ্চন পরিবারের পুত্রবধূ।