২ বছরের ঘনিষ্ঠতা, গোপনে সিঁদুর পরিয়েছিল অভিষেক, বিয়ের দিনই আত্মহত্যার চেষ্টা মডেলের, বিপাকে ঐশ্বর্য

বি-টাউনে প্রথমসারির তারকা দম্পতি জুটি  অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। বিয়ের এত বছর পার হয়ে গেলেও  তাদের সম্পর্ক যেন অটুট। দেখতে দেখতে প্রায় কেটে গিয়েছে ১৫ বছর। আজও আদর্শ দম্পতির তকমা রয়েছে তাদের। জীবনের চড়াই-উতরাই সবটা যেন একসঙ্গে পার করছেন অ্যাশ ও অভিষেক। তবে ঐশ্বর্য- অভিষেকের বিয়ের দিন চরম বিতর্ক তৈরি হয়েছিল। বিয়ের দিন স্বামী চুরির অভিযোগে বিদ্ধ হয়েছিলেন ঐশ্বর্য। এমনকী অভিষেকের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলেও দাবি করেন ওই মডেল অভিনেত্রী। গোপনে নাকি বিয়েও করেছিলেন অভিষেক। এমনকী বিয়ের দিনই প্রকাশ্যে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই মডেল। যা নিয়ে হুলুস্থুলু পড়ে যায়।

Riya Das | Published : Sep 16, 2022 11:27 AM
110
২ বছরের ঘনিষ্ঠতা, গোপনে সিঁদুর পরিয়েছিল অভিষেক, বিয়ের দিনই আত্মহত্যার চেষ্টা মডেলের, বিপাকে ঐশ্বর্য

১৯৯৭ সালে প্রথম দেখা হয় দুজনের। বলি অভিনেতা ববি দেওলই তাকে প্রথম আলাপ করিয়ে দিয়েছিল ঐশ্বর্যর সঙ্গে। ২০০০ সালে  'ঢাই অকসর প্রেম কি' ছবিতে তাদের প্রথম বন্ধুত্ব শুরু হয়। তারপরই 'কিউ হো গ্যায়া না' ছবির সময় থেকেই তাদের নিয়ে জোর গুঞ্জন শুরু হয়।

210


তারপরই 'গুরু' সিনেমাতেই তাদের প্রেম যেন আরও জমে ওঠে। এবং ছবি সুপারহিট হবার পরই ২০০৭ সালে ২০ এপ্রিল বিয়ে করেন এই সুপারহিট জুঁটি। বর্তমানে তাদের ৯ বছরের একটি ছোট্ট মেয়ে রয়েছে। যার নাম আরাধ্যা। বি-টাউনে প্রথমসারির তারকা দম্পতি জুটি  অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। বিয়ের এত বছর পার হয়ে গেলেও  তাদের সম্পর্ক যেন অটুট।

310


তারপরই 'গুরু' সিনেমাতেই তাদের প্রেম যেন আরও জমে ওঠে। এবং ছবি সুপারহিট হবার পরই ২০০৭ সালে ২০ এপ্রিল বিয়ে করেন এই সুপারহিট জুঁটি। বর্তমানে তাদের ৯ বছরের একটি ছোট্ট মেয়ে রয়েছে। যার নাম আরাধ্যা। বি-টাউনে প্রথমসারির তারকা দম্পতি জুটি  অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। বিয়ের এত বছর পার হয়ে গেলেও  তাদের সম্পর্ক যেন অটুট।

410

ঐশ্বর্য- অভিষেকের বিয়ে নিয়ে  যেমন মাতামাতি হয়েছিল তেমনই এই বিয়েকে কেন্দ্র করে বিতর্কেরও সৃষ্টি হয়েছিল। অভিষেক ও ঐশ্বর্যর বিয়ে দিনই জাহ্নবী কাপুর নামে এক মডেল অভিষেককে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন।  যা নিয়ে হুলুস্থুলু কান্ড পড়ে যায়।
 

510

জাহ্নবী জানান,  অভিষেকের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল । প্রায় ২ বছর ধরে তাদের ঘনিষ্ঠতা। গোপনে সিঁদুর পরিয়ে বিয়েও করেছিলেন অভিষেক বচ্চন। তিনি আরও বলেন বিয়ের প্রতিশ্রুতি দিয়েও তাকে বিয়ে করেননি অভিষেক।

610

বাড়ির বাইরে থাকা সাংবাদিকের বলেন,  ২০০৬ সালে অভিষেক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। অভিষেকের সঙ্গে একটি সিনেমায় নেপথ্য নৃত্যশিল্পী হিসেবে কাজ করেছেন। সেখান থেকেই তাদের পরিচয়। তারপরই বিয়ের দিনই হাত কেটে প্রকাশ্যে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই মডেল। 

710

অভিষেকের বিরুদ্ধে জুহু থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তাকেই গ্রেফতার করে জনসমক্ষে আত্মহত্যা করার জন্য। এখানেই শেষ হয় পরে শাস্তিস্বরূপ ১০ হাজার টাকা জরিমানা করে। তারপরই তাকে মুক্তি দেয়।
 

810

তবে অ্যাশ ও অভিষেকের বিয়ের দিন হাজারো অশ্লীল অভিযোগ আনলেও এর কোনও উপযুক্ত প্রমাণ দিতে পারেননি জাহ্নবী। তিনি দাবি করেন, সত্যিকারের ভালবাসার জন্য কোনও প্রমাণের দরকার হয় না। তবে এই বিষয় জানাজানি হলেও গোটা ঘটনায় কোনও মন্তব্য করেননি বচ্চন পরিবার।

910

জীবনের চড়াই-উতরাই সবটা যেন একসঙ্গে পার করছন অ্যাশ ও অভিষেক। বিয়ের পর আলাদা নয় বরং  আজও শ্বশুর অমিতাভ এবং শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে একই বাড়িতে থাকেন ঐশ্বর্য ও অভিষেক বচ্চন। যার কারণের সবসময়েই চর্চার মধ্যে থাকে বচ্চন পরিবার।

1010


বচ্চন পরিবারের বন্ডিংয়ের কথা প্রায় সকলেরই জানা। শ্বশুর এবং শাশুড়ির নয়নের মণি ঐশ্বর্য রাই বচ্চন। নিজেদের ফ্যামিলি বন্ডিংয়ের কথা প্রায়শই বলে থাকেন অভিষেক বচ্চন। তবে জানেন কি, বিয়ের পর বেশ কিছু সময় কেটে গেলে কোনওদিন উপলব্ধি করতে পারেনননি তিনি বচ্চন পরিবারের পুত্রবধূ। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos