তুরস্কে চলছে লাল সিং চাড্ডার শ্যুটিং। আমির খানের এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল এই বছর ডিসেম্বর মাসে। লকডাউন এবং করোনা আবহে তা আর সম্ভব হয়নি। বছরে একটি মুক্তির জন্যই খ্যাত আমির খান। আর সেই একটাই ছবির নাম ওঠে ব্লকবাস্টারের খাতায়। এখনকার ওটিটি রিলিজে একেবারেই স্বাচ্ছন্দবোধ করেন না তিনি। যার জেরে ছবির মুক্তি এক বছর পিছিয়ে দিলেন। ২০২১ এর ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটি। এর মধ্যে তুরস্ক ছুটে গিয়েছেন আমির। সেখানেই একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শ্যুটিং চলছে।