রবিবার আমির খান ৫৬ বছর বয়সে পা দিলেন। এই জন্মদিনে তাঁর বয়সের সংখ্যা ঘিরে জল্পনা হওয়াটাই স্বাভাবিক, দুদিন আগেই মুক্তি পাওয়া গান হারফান মৌলা আইটেম ডান্সে যেভাবে তিনি ঝড় তুলেছেন, সেই দিকে নজর রাখলে অনেকেই হয়তো বিশ্বাস করতে পারবেন না, এই অভিনেতা পেরোলেন ৫৫-র গন্ডি।
অনেকেই বলেন খান সাম্রাজ্যের পতন ঘটেছে। কিন্তু সত্যি কি তাই! শাহরুখ-সলমন ও আমির মানেই এখনই ভক্তমহলে ঝড়।
210
তবে বক্স অফিসসে তিন খানের সমীকরণটা বেশকিছুটা আলাদা। আমির খান আর সলমন খান মানেই অধিকাংশ সময় বক্স অফিসে কোটির ঝড়।
310
একশো কোটির ক্লাবে নাম লেখানো যেন বাঁ হাতের খেল। আমির খানের সেই প্রস্তুতি ঘিরেই ভক্তদের উত্তেজনার পারদ থাকে তুঙ্গে।
410
তিন খানই কম বেশি ছবি করতে নিয়ে থাকতেন ৫০ কোটির আসে পাশে কিন্তু আমির খানের ভগ্য খোলে এই সিদ্ধান্ত বদলে।
510
এক সাক্ষাৎকারে এই বিষয় নিয়েই মুখ খোলেন আমির খান। জানান এক অবাক করা মন্তব্য, পারিশ্রমিক বন্ধ হওয়াতেই নাকি তিনি বড়লোক।
610
মুহূর্তে তা চমক জাগালেও, এটাই সত্যি, যদিও এর পেছনে রয়েছে বড় এক রহস্য। ব্যবসার দিক থেকে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন আমির খান।
710
তিনি বন্ধ করে দিয়েছিলেন পারিশ্রমিক নেওয়া। একের পর এক ছবি সুপারহিট। যার ফলে আমির শুরু করেন লাভের অংশে শেয়ার নেওয়া।
810
ছবি ভালো চললে বেশি আয়, ছবি খারাপ চললে কম। এমনটাই সিদ্ধান্ত নিয়েছিলেন আমির খান। যার ফলে পারিশ্রমিকের থেকে অনেক বেশি টাকা ঘরে ঢুকতে শুরু করে আমিরের।
910
২০১৩ সালে গোটা বিশ্বে আমির খান ৭৭ তম অভিনেতা হয়েছিলেন, যিনি সর্বাধিক হিট দিয়েছিলেন। ২০০৮ সালে গজনি থেকে শুরু।
1010
একশো কোটি থেকে রাতারাতি তিনশো কোটিতে নাম লিখিয়েছিলেন আমির খান ৩ ইডিয়টস ছবিতে। এরপর একে একে হিট ছবি। তাই আমির বদলেছিলেন নিজের পারিশ্রমিকের সিদ্ধান্ত।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।