ছবি করে পারিশ্রমিক নেওয়া বন্ধ করেছেন, তবে থেকেই কোটিপতি হওয়ার সফর শুরু, কীভাবে রহস্য ফাঁস

Published : Mar 14, 2021, 01:12 PM IST

রবিবার আমির খান ৫৬ বছর বয়সে পা দিলেন। এই জন্মদিনে তাঁর বয়সের সংখ্যা ঘিরে জল্পনা হওয়াটাই স্বাভাবিক, দুদিন আগেই মুক্তি পাওয়া গান হারফান মৌলা আইটেম ডান্সে যেভাবে তিনি ঝড় তুলেছেন, সেই দিকে নজর রাখলে অনেকেই হয়তো বিশ্বাস করতে পারবেন না, এই অভিনেতা পেরোলেন ৫৫-র গন্ডি। 

PREV
110
ছবি করে পারিশ্রমিক নেওয়া বন্ধ করেছেন, তবে থেকেই কোটিপতি হওয়ার সফর শুরু, কীভাবে রহস্য ফাঁস

অনেকেই বলেন খান সাম্রাজ্যের পতন ঘটেছে। কিন্তু সত্যি কি তাই! শাহরুখ-সলমন ও আমির মানেই এখনই ভক্তমহলে ঝড়। 

210

তবে বক্স অফিসসে তিন খানের সমীকরণটা বেশকিছুটা আলাদা। আমির খান আর সলমন খান মানেই অধিকাংশ সময় বক্স অফিসে কোটির ঝড়। 

310

একশো কোটির ক্লাবে নাম লেখানো যেন বাঁ হাতের খেল। আমির খানের সেই প্রস্তুতি ঘিরেই ভক্তদের উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। 

410

তিন খানই কম বেশি ছবি করতে নিয়ে থাকতেন ৫০ কোটির আসে পাশে কিন্তু আমির খানের ভগ্য খোলে এই সিদ্ধান্ত বদলে। 

510

এক সাক্ষাৎকারে এই বিষয় নিয়েই মুখ খোলেন আমির খান। জানান এক অবাক করা মন্তব্য, পারিশ্রমিক বন্ধ হওয়াতেই নাকি তিনি বড়লোক। 

610

মুহূর্তে তা চমক জাগালেও, এটাই সত্যি, যদিও এর পেছনে রয়েছে বড় এক রহস্য। ব্যবসার দিক থেকে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন আমির খান। 

710

তিনি বন্ধ করে দিয়েছিলেন পারিশ্রমিক নেওয়া। একের পর এক ছবি সুপারহিট। যার ফলে আমির শুরু করেন লাভের অংশে শেয়ার নেওয়া।

810

ছবি ভালো চললে বেশি আয়, ছবি খারাপ চললে কম। এমনটাই সিদ্ধান্ত নিয়েছিলেন আমির খান। যার ফলে পারিশ্রমিকের থেকে অনেক বেশি টাকা ঘরে ঢুকতে শুরু করে আমিরের। 

910

২০১৩ সালে গোটা বিশ্বে আমির খান ৭৭ তম অভিনেতা হয়েছিলেন, যিনি সর্বাধিক হিট দিয়েছিলেন। ২০০৮ সালে গজনি থেকে শুরু। 

1010

একশো কোটি থেকে রাতারাতি তিনশো কোটিতে নাম লিখিয়েছিলেন আমির খান ৩ ইডিয়টস ছবিতে। এরপর একে একে হিট ছবি। তাই আমির বদলেছিলেন নিজের পারিশ্রমিকের সিদ্ধান্ত। 

click me!

Recommended Stories