অন্যদিকে মেয়ে আরাধ্যাকেও(Aaradhya Bachchan) একমুহূর্ত কাছ ছাড়া করতে চান না ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) । এমনকী পুত্রবধূর প্রশংসা করে জয়া প্রকাশ্যেই বহুবার বলেছেন , ঐশ্বর্য খুবই শান্ত, বুদ্ধিমতী, নিজের সংসার-সন্তান- কাজ সামলানোর ক্ষমতাও রয়েছে ওর।