ঐশ্বর্যের সঙ্গে ঘনিষ্ট হৃত্বিক, গভীর চুম্বনে ঝড়, একই ফ্রেমে অভিষেক, কেমন ছিল বচ্চনের অভিজ্ঞতা

Published : Mar 16, 2021, 09:09 AM IST

অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্যের সম্পর্ক কী, তখনও স্পষ্ট হয়নি সকলের কাছে। প্রত্যহ শিরোনামে উঠে আসছে  দুই তারকাকে ঘিরে একাধিক জল্পনা। কখনও বিয়ের খবর, কখনও আবার সম্পর্কের খবর। এমনই সময় অভিষেকের একের পর এক ছবি মুক্তি পাচ্ছে... মুক্তির তালিকাতে ছিল ধুম ২-ও। ঐশ্বর্য-হৃত্বিকের সঙ্গে ছবি করার স্মৃতি কেমন, 

PREV
19
ঐশ্বর্যের সঙ্গে ঘনিষ্ট হৃত্বিক, গভীর চুম্বনে ঝড়, একই ফ্রেমে অভিষেক, কেমন ছিল বচ্চনের অভিজ্ঞতা

এক কথায় বলতে গেলে তখন অভিষেক বচ্চনের কেরিয়ার মধ্যগগণে। একের পর এক ছবি করে চলেছেন তিনি। ২০০৬ সালের স্মৃতি উষ্কে অভিনেতার পোস্ট। 

29

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে তিনি জানালেন যে ২০০৬ সাল তাঁর কেরিয়ারের সব থকে সুন্দর বছর ছিল। মোট তিন ছবি একই বছর ছিল মুক্তির অপেক্ষাতে। সেই তালিকাতে ছিল ধুম ২-এর নামও। 

39

অভিষেকের মতে, ধুম সিরিজ তাঁর কেরিয়ারের সব থেকে সেরা সিরিজ। একের পর এক ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। 

49

এই ছবি যখন প্রথমবার মুক্তি পায়, সকলের সঙ্গে এক বন্ডিং হয়ে গিয়েছিল। আর পরবর্তীতে শ্যুটিং-এর স্মৃতি  যেন স্কুল জীবনের রিইউনিয়ন। 

59

হৃত্বিক, ঐশ্বর্য, উদয় চোপড়া, বিপাশা বসুর সঙ্গে এক অদ্ভুত বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল তাঁর। সেই কাস্ট,  সেই ছবি, সেই দিনগুলো আর কখনই ফিরে আসবে না। 

69

এরপরের বছরই অভিষেক বচ্চন বসেছিলেন বিয়ের পিঁড়িতে। তারপর ছবির সংখ্যা বেশ কিছুটা কমলেও অভিষেক বচ্চন দর্শকদের একের পর এক ভালো ছবি উপহার দিয়েছেন।  

79

সেই একই বছর মুক্তি পেয়েছিল উমরাও জান, কাভি আলভিদা না কহনাও। এই দুই ছবিতেও অভিষেক বচ্চনের  জীবনে এ মাইলস্টোন। 

89

যদিও ঐশ্বর্য ও হৃত্বিকের এই অন্তরঙ্গ মুহূর্তে ঝড় তুলেছিল নেট দুনিয়ায়। তবে এই নিয়ে তখন মুখ খুলতে নারাজ ছিলেন বচ্চন। 

99

পরিবর্তীতে হৃত্বিক ও ঐশ্বর্য কেমিষ্ট্রি হয়ে ওঠে এই ছবির ইউএসপি। ঝড়ের বেগে তা ছড়িয়ে পড়ে ভক্তমহলে। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories