রাতারাতি সোশ্যাল মিডিয়া থেকে সরে গেলেন আমির, কী এমন হল, নিজেই খোলসা করলেন সুপারস্টার

Published : Mar 16, 2021, 08:17 AM IST

রাতারাতি সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়ালেন আমির খান, জন্মদিনেই মন ভাঙল ভক্তমহলের। আমির খান কেন এমন সিদ্ধান্ত নিলেন, খুব একটা খোলসা করে না জানালেও আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন তিনি আর থাকছেন না টেনমহলে। 

PREV
18
রাতারাতি সোশ্যাল মিডিয়া থেকে সরে গেলেন আমির, কী এমন হল, নিজেই খোলসা করলেন সুপারস্টার

৫৬ তম জন্মদিনে এক বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন আমির খান। বিদায় নিলেন তিনি সোশ্যাল মিডিয়া থেকে। 

28

হঠাৎ কেন এই সিদ্ধান্ত, তা নিজে খুব একটা খোলসা না করে বললেও ভক্তদের ধন্যবাদ জানাতে ভুললেন না তিনি। 

38

সাধারণত জন্মদিনে ভক্তদের থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে সকলেপাল্টা ভিডিও কিংবা ধন্যবাদ বার্তা পোস্ট করে থাকেন। 

48

তবে আমির খান যা করলেন, তাতে ভক্তদের বেজায় মন খারাপ হল। সুপারস্টার বিদায় নিলেন সোশ্যাল মিডিয়ার পাতা থেকে। 

58

এদিন এক সোশ্যাল পোস্ট করে আমির খান, সকলকে তাঁকে শুভেচ্ছা জানানোর ধন্যবাদ জানান, পাশাপাশি তিনি আরও লেখেন এই তাঁর শেষ পোস্ট। 

68

সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। ব্যঙ্গের ছলে লেখেন, তিনি বড্ড বেশি অ্যাক্টিভ ছিলেন, তাই এই সিদ্ধান্ত। 

78

আমির খান খুব একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন না। নিজের কোনও প্রডাকশন বা কোনও বিশেষে দিনের পোস্ট ছাড়া তেমন কিছুই পাওয়া যেত না। 

88

তাই এবার তিনি সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়ালেন। বরাবরই এগুলো পছন্দ করেন না আমির খান। তবে তাঁর ছবির খবর সময়ে সময়ে পাওয়া যাবে তাঁর প্রযোজক সংস্থার পাতা থেকে, তা তিনি খোলসা করে জানিয়ে দেন। 

click me!

Recommended Stories