করোনা আবহে উদিত নারায়ণের ছেলের জাঁকজমক বিয়ে, ১১ বছরের সম্পর্ককে বিয়ের রূপ দিচ্ছে আদিত্য-শ্বেতা

Published : Dec 01, 2020, 07:28 PM IST

আদিত্য নারায়ণ এবং শ্বেতা অগরওয়ালের বিয়ের নানা ছবি, ভিডিও, এখন সংবাদ শিরোনামে। লড়কেওয়ালের নাচ থেকে, বরের সাজগোজ নেটদুনিয়ায় সাংঘাতিক ভাইরাল হয়ে চলেছে আদিত্যের ওয়েডিং আপডেট। শ্বেতা এবং আদিত্যের তিলকের অনুষ্ঠান হয়েছিল শনিবার। রবিবার মেহেন্দির অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সোমবার সকলের নজর ছিল তাঁদের গায়ে হলুদের অনুষ্ঠানের দিকে। আজ ডি-ডে। সকল অনুরাগীদের নজর বিয়ের মূল অনুষ্ঠানগুলিতে। 

PREV
19
করোনা আবহে উদিত নারায়ণের ছেলের জাঁকজমক বিয়ে, ১১ বছরের সম্পর্ককে বিয়ের রূপ দিচ্ছে আদিত্য-শ্বেতা

সম্প্রতি ভাইরাল হয়েছে আদিত্য এবং শ্বেতার ওয়েডিং লুক। যেখানে দু'জনকেই দেখা গিয়েছে গোলাপি ও সাদা রঙের পোশাকে। 

29

ইস্কন মন্দিরে মাত্র পঞ্চাশজন অতিথিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিয়ের সমস্ত কাজ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে সেই ছবি। 

39

সামাজিক দূরত্ব মেনেই সমস্ত কাজ করা হয়েছে। এগারো বছরের সম্পর্ককে বিয়ের রূপ দিতে চলেছেন তাঁরা। 

49

উদিত নারায়ণকে হাতে টাকা নিয়ে ছেলের বিয়েতে রীতিমত আনন্দ করতে দেখা গিয়েছে কিছু ছবিতে। 

59

बता दें कि कुछ देर बाद आदित्य इस्कॉन मंदिर में मंगेतर श्वेता संग सात फेरे लेंगे। कोरोना काल को देखते हुए मंदिर में होने वाली शादी में सिर्फ 50 लोग ही शामिल होंगे।

69

এমনকি উদিত নারায়ণ ও তাঁর স্ত্রীকে নাচতেও দেখা গিয়েছে বারাতে। সেই বারাতের আদিত্যকে খানিক কোমর দোলাতে দেখা গিয়েছে। 

79

শ্বেতাকে গাড়ির মধ্যে কনের সাজে দেখা গিয়েছে। সাদা ও গোলাপি রঙের লেহেঙ্গার সঙ্গে সবুজ রঙের গয়না পরেছেন তিনি। 

89

আদিত্যের সাদা শেরওয়ানির উপর সোনালি কাজ করা তিনিও গলায় সবুজ হারই পরেছেন। 

99

ছোটখাটো অনুষ্ঠানের মধ্যেও রয়েছে জাঁকজমক। করোনার আবহে যথেষ্ট সতর্কতা মানছে দুই পরিবার। 

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories