কাজল (Kajol) একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অজয় এক কোণে বসে ছিল। এমনকী কাজলের সঙ্গে কোনও কথাই বলেননি। কাজল জানিয়েছিলেন, আমি শট দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। তারপরই জিজ্ঞাসা করলাম নায়ক কোথায়। কেউ একজন অজয়ের দিকে ইঙ্গিত দিয়েছিল। দেখলাম সে একঘেয়ে ব্যক্তির মতো কোণে চুপচাপ বসে আছে।