কোনও অ্যাওয়ার্ড শো-তে উপস্থিত থাকেন না অজয়, কেন, খোলসা করলেন অভিনেতা

বলিিউজের এক ভিন্ন ধারার অভিনেতা অজয় দেবগণ। যিনি সুপারস্টার, কিন্তু তাঁর চলার পথটা অনেকখানি আলাদা খানেদের থেকে বা কুমার, কাপুরদের থেকে। বলিউড ঘরানার একাধিক ওঠাপড়া দেখেছেন তিনি, বক্স অফিসের এক অন্যতম কান্ডারি হয়েও বলিউডকে ঠিক নিজের করে নিতে পারেননি অজয়...

Jayita Chandra | Published : Jan 18, 2021 6:32 AM IST
110
কোনও অ্যাওয়ার্ড শো-তে উপস্থিত থাকেন না অজয়, কেন, খোলসা করলেন অভিনেতা

বলিউডে পা রাখার পরেই অজয় দেবগন হাড়ে হাড়ে বুঝতে পেরেছিলেন এই সফর খুব একটা সুবিধার হবে না। অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।

 

210

ঠিক হয়েছিল তেমনটা। সংজ্ঞা বলতে যা বোঝায় তা নাকি অজয় দেবগন নন। পেতে চুল আঁচড়ানো, গায়ের রং কালো কিভাবে হতে পারে হিরো। 

310

এমনই প্রশ্নের সম্মুখিন হতে হয়েছিল অজয় দেবগন কে বারে বারে। তবু পিছু পা হননি তিনি। আশ্রয় করেছিলে নিজের অভিনয় দক্ষতা কে।

 

410

সেই থেকে বলিউডের সঙ্গে তার যেন এক অন্য সম্পর্ক। প্রতিটা মুহূর্তেই সুপারস্টারদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সামনে আসতেন নয়া লুকে।

510

আর প্রতিবারই ছবি হয়ে উঠতে সুপারহিট। অ্যাকশনই হোক বা রোমান্টিক ফাটাফাটি উপস্থাপনাটি হিট ছবি।
 

610

বর্তমানে তিনি বলিউডের অন্যতম স্তম্ভ। বলিউড গ্রহণ করে নিলেও ভয়াবহ অতীতকে ভোলেননি অজয়।

710

সেই সূত্রেই বলিউডের তুলে দেবা পুরস্কার তার মনে হয় ফেক। এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দেন অজয় দেবগন। কখনো তাকে কোন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় না।

810

কেন এমন প্রশ্ন করাতেই সাপ উত্তর দিলেন অজয় দেবগন। বললেন তিনি মনে করেন না বলিউডে দেওয়া পুরস্কারগুলো সঠিক।

910

আর ঠিক সেই কারণেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন না। যদিও জাতীয় পুরস্কার সম্পর্কিত ধারণা অন্য। 

1010

দুবার জাতীয় পুরষ্কার পেয়েছেন অজয় দেবগন। অজয় দেবগন প্রথমবার সেই পুরস্কার নিতে যেতে পারেননি। তবে দ্বিতীয় নিয়েছিলেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos