বিয়ের পিঁড়িতে বসতে গেখা গেল রাজকুমার রাও-পত্রলেখা, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, অঙ্কিতা লোখান্ডে থেকে শুরু করে মৌনি রায়। একের পর এক বিয়ের সংবাদ সামনে আসায়, এবার অপেক্ষায় ভক্তমহল, কবে বিয়ের পিঁড়িতে আলিয়া-রণবীর কাপুর (Alia Bhatt-Ranbir Kapoor) ।তবে খুব একটা অপেক্ষা বোধ হয় আর করতে হবে না, বিটাউনে গুঞ্জন তুঙ্গে, গত তিন বছর ধরেই আলিয়া ও রণবীরের বিয়ে (Bollywood Wedding) নিয়ে চর্চা চলছে সর্বত্র, তবে এবার খবর ফাঁস।