হালকা মেক আপ, শাড়ির সঙ্গে ম্যাচ করা লিপস্টিক, খোলা চুলে করিনাকে দেখে চোখ সরাতে পারছিল না সইফ আলি খান। গোলাপি কুর্তা ও সাদা পায়জামায় দেখা গিয়েছে সইফ আলি খানকে। তবে তৈমুর বা জেহকে দেখা যায়নি। উল্লেখ্য, মেহেন্দির অনুষ্ঠানেও সাদা লেহেঙ্গায় তাক লাগিয়ে দিয়েছিলেন করিনা কাপুর।