হট অ্যান্ড বোল্ড ফোটোশ্যুটে ভক্ত তথা নেটিজেনদের নজরে থাকেন অনন্যা (Ananya Panday) । আপকামিং ছবে 'গেহরাইয়া'-তে দেখা যাবে অনন্যাকে। ছবিতে অনন্যা ছাড়া দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী অভিনয় করছেন। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা। তবে করোনা যে হারে বাড়ছে তাতে আদৌ মুক্তি পাবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।