Published : Jan 15, 2022, 09:17 AM ISTUpdated : Jan 15, 2022, 09:24 AM IST
অনন্যা পান্ডের হট ফোটোশ্যুটে ঘুম উড়ছে নেটপাড়ার। শরীরী উষ্ণতা জাগাতে বেশ সিদ্ধহস্ত অনন্যা।। গা গরম করা ফোটোশ্যুটে নেটিজেনদের নজরে সর্বদাই থাকেন অনন্যা। এবার ও তার অন্যথা হল না। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ বিকিনি ছবিতে কিলার লুকে ধরা দিলেন অনন্যা। প্রতিটি ছবিতেই উষ্ণতা চুঁইয়ে পড়ছে।
'স্টুডেন্ট অব দ্য ইয়ার ২'-ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে-র (Ananya Panday)। স্টারকিড তকমা ঝেড়ে ফেলে তিনি এখন লাস্যময়ী।
211
গা গরম করা ফোটোশ্যুটে ভক্ত তথা নেটিজেনদের নজরে থাকেন অনন্যা। ২০২২-এর শুরুতেই ভোল বদল করে একেবার নয়া অবতারে রাতের ঘুম ওড়ালেন অনন্যা। কিলার লুকে অনন্যাকে দেখে ঘাম ঝরছে ভক্তদের।
কখনও মাঝসমুদ্রে নেমে আবার কখনও বিচের পাড়ে বসে হট পোজ দিয়েছেন অনন্যা (Ananya Panday)। অভিনেজ্ঞর গলার নেকলেস নজর কেড়েছে নেটিজেনদের। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
711
নতুন বছরের শুরুতেই নিজের লুক একেবারে পাল্টে ফেলেছেন অনন্যা পান্ডে। নিউকামার অনন্যাকে রূপের জাদুতে মোহিত ভক্তরা (Ananya Panday)। অভিনেত্রীর গা গরম ফোটোশ্যুটে কুপোকাত হয়েছেন ভক্তরা।
811
হট অ্যান্ড বোল্ড ফোটোশ্যুটে ভক্ত তথা নেটিজেনদের নজরে থাকেন অনন্যা (Ananya Panday) । আপকামিং ছবে 'গেহরাইয়া'-তে দেখা যাবে অনন্যাকে। ছবিতে অনন্যা ছাড়া দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী অভিনয় করছেন। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা। তবে করোনা যে হারে বাড়ছে তাতে আদৌ মুক্তি পাবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।
911
হট অ্যান্ড বোল্ড ফোটোশ্যুটে ভক্ত তথা নেটিজেনদের নজরে থাকেন অনন্যা (Ananya Panday) । আপকামিং ছবে 'গেহরাইয়া'-তে দেখা যাবে অনন্যাকে। ছবিতে অনন্যা ছাড়া দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী অভিনয় করছেন। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা। তবে করোনা যে হারে বাড়ছে তাতে আদৌ মুক্তি পাবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।
1011
দিন কয়েক আগেই নিউ ইয়ার সেলিব্রেশনে মুম্বইয়ের কোলাহল ছেড়ে প্রকৃতির কোলো প্রেমিকের সঙ্গে উড়ে গিয়েছিলেন অনন্যা পান্ডে (Ananya Panday)। বলিপাড়ার চর্চিত প্রেমিক ঈশানের সঙ্গে রণথম্বোরে ছুটি কাটিয়েছেন অনন্যা পান্ডে। অ
1111
ভিনেতা ঈশান খট্টরের সঙ্গে অনন্যার (Ananya Panday) প্রেমের গুঞ্জন দীর্ঘদিন ধরেই চলে আসছে। সূত্র বলছে ঈশানকে সঙ্গে নিয়েই নতুন বছরকে স্বাগত জানিয়েছেন অনন্যা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।