বলিউডের জন্য নিজেরে ক্রমেই পরিণত করে তুলছেন অনন্যা পান্ডে (Ananya Pandey), একের পর এক ছবির কাজ নিয়ে ব্যস্ত। সামনেই আসছে বড় প্রজেক্ট, ইতিমধ্যেই সেই ছবির পোস্টার ভাইরাল, তারই মাঝে একাধিক ফ্রেমে বোল্ড (Bold Look) লুকে ধরা দিয়ে সকলের ঘুম কাড়ছেন অনন্যা পান্ডে। ঝড়ের গতীতে ভাইরাল সেই ছবি।