অনন্যা আরও বলেন, একজন ১৯ বছরের মেয়েকে যদি প্রতিদিন শুনতে হয় তুমি জঘন্য দেখতে, তোমার মসৃণ বুক, এমনকী রোজই তার পরিবারকে অপমান করা হয় তাহলে তো কষ্ট হওয়াটা স্বাভাবিক। তবে আমি আমার কাজ নিয়ে খুব সিরিয়াস। ভালবেসেই অভিনয়টা করি। তাও কেন লোকজন এভাবে কষ্ট দেয় তা বুঝি না।