নিজের সোশ্যাল মিডিয়ায় প্রেমিকা মালাইকার সঙ্গে একটি সাদা-কালো ছবি শেয়ার করেছেন অর্জুন কাপুর। দুজনের চোখেই কালো সানগ্লাস, খোলা চুলে অর্জুনের বুকে মাথা ঠেকিয়ে মিরর সেলফিতে পোজ দিয়েছেন মালাইকা। ছবির ক্যাপশনে অর্জুন লিখেছেন, 'এটা কোনও গুজব ছড়ানোর সময় নয়। সাবধানে থাকুন। ভালো থাকুন। মানুষের জন্য ভাল ভাবুন। সবাইকে ভালবাসা'।