Published : Jun 02, 2021, 09:10 AM ISTUpdated : Jun 02, 2021, 10:19 AM IST
মালাইকা আরোরা ও অর্জুন কাপুর, এক কথায় বলতে গেলে এই জুটির লাভস্টোরি বিটাউনে এখন হটকেক। তাঁদের প্রতিটা পদক্ষেপেই কড়া নজর রেখে চলেছে ভক্ত থেকে শুরু করে নেটিজেনরা। কবেই বা বিয়ে করবেন তাঁরা, নাকি লিভইনেই কাটবে জীবন! এমন হাজারও প্রশ্নের মাঝে এ কী কাণ্ড করে বসলেন অর্জুন।