বলম পিচকারি গান তৈরি শ্যুট হয় চার দিনে, যার পেছনের কারণ রানি মুখোপাধ্যায়ের ভাইয়ের এই নেশা

হোলি সেলিব্রেশনে মেতে যে যে গানগুলি সবার আগে মনে আসে, তার মধ্যে অন্যতম হল রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন জুটির বলম পিচকারী। পর্দার সামনে ঠিক যতটা রঙিন এই গান, পর্দার পেছনে তার দশগুণ ছিল রঙিন, যার কারণ ছিলেন রানি মুখোপাধ্যায়ের ভাই। 

Jayita Chandra | Published : Mar 28, 2021 5:11 AM IST
19
বলম পিচকারি গান তৈরি শ্যুট হয় চার দিনে, যার পেছনের কারণ রানি মুখোপাধ্যায়ের ভাইয়ের এই নেশা

হোলি মানেই সেলিব্রেশন, এক রঙিন দিন, যেখানে নাচ-গান-খাওয়া আর আড্ডাই মূল। সঙ্গে থাকে বলিউড গানের সঙ্গত। 

29

আর সেই তালিকাতে যোগ হওয়া অন্যতম জনপ্রিয় গান বলম পিচকারি। রণবীর দীপিকা জুটিতে ঝড় পর্দায়। 

39

রঙিন এই ফ্রেম ছবিতে ছিল মাত্র ৪ মিনিট। তবে এই ফ্রেমকে এতটা প্রাণবন্ত করে তুলতে সময় লাগে চার দিন। 

49

পেছনের কারণ ছিল একটাই, তা হল রানি মুখোপাধ্যায়ের ভাই। আয়ন মুখোপাধ্যায়ের জন্যই এই ঢিলেমি। 

59

কারণ একটাই তাঁর ছিল এক অদ্ভুত নেশা, রঙের। সব ঠিকঠাক, নাচের কোরিওগ্রাফি হয়ে গেল মাত্র সাড়ে তিন মিনিটে। 

69

এবার শ্যুটিং এর পালা। ভরে ভরে সেটে রাখা আছে রঙ। সেই রঙ চোখে পড়তেই অয়ন তা ছড়িয়ে খেলতে শুরু করে। 

79

তার কথায় ফ্রেমে পার্ফেক্স হোলি দেখাতে সেটে ন্যাচারাল রঙ থাকা প্রয়োজন। 

89

রঙের যা গুণ তাই হল, একজন ছোঁড়া মানেই অন্যজন ছুঁড়তে শুরু করলো। এই ভাবে ধাপে ধাপে রঙিন হতে থাকে এক একটি দিন। 

99

এর ফলেই পুরো গান শ্যুট হতে সময় লেগে যায় মোটের ওপর চার দিন। যা পুরো দমে উপভোগ করেছিল সেটের সকলে। 

Share this Photo Gallery
click me!

Latest Videos