শরীরী প্রদর্শন, খুল্লামখুল্লা চুম্বন এসব তো অনেক হয়েছে। এবার নাকি মেডিক্যাল স্টোরে কন্ডোম বিক্রি করবেন নুসরত ভরুচা। অনেকের কথাটা শুনে চোখ কপালে উঠেছে। কিন্তু এটাই সত্যি। আসলে বাস্তবে না হলেও রূপোলি পর্দায় এমন কান্ডই ঘটাতে চলেছেন এই বলি নায়িকা।
মেডিক্যাল স্টোরে কন্ডোম বিক্রি করবেন নুসরত ভরুচা। কথাটা শুনে চোখ কপালে উঠলেও এটাই সত্যি। আসলে বাস্তবে না হলেও রূপোলি পর্দায় এমন কান্ডই ঘটাতে চলেছেন এই বলি নায়িকা।
'প্যায়ার কা পাঞ্চনামা'-খ্যাত অভিনেত্রী জনহিত মে জারি-তে ছবিতে কন্ডোম সেলস এক্সিকিউটিভের চরিত্রে অভিনয় করতে চলেছেন।
পরিচালক রাজ সান্ডিল্য পরিচালিক একেবার ভিন্ন চরিত্রে দেখা যাবে নুসরত ভরুচাকে।
পরিচালক রাজ জানিয়েছেন,ছোট শহরের একটি মেয়ের চরিত্রে দেখা যাবে নুসরতকে। অনেকদিন ধরেই সে চাকরির খোঁজ করতে থাকে। আর তখনই নামী কোম্পানীর কন্ডোম এক্সিকিউটিভ হওয়ার খোঁজ আসে।
তবে শুধু মেডিক্যাল স্টোরে কন্ডোম বিক্রিই নয়, বিভিন্ন এলাকায় কন্ডোম ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কেও সচেতনতার পাঠ শেখাবেন নুসরত ভরুচা।
যৌনতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কন্ডোম। এবং সমাজের কাছে এই ট্যাবু ভাঙতে গিয়ে নানারকম বাঁধার মুখে পড়বেন নুসরত।
গতবছর এপ্রিলেই ছবির শুটিং শুরু হওযার কথা ছিল কিন্তু করোনায় তা পিছিয়ে যায়। তবে চলতি বছর আগস্টেই শুটিং শুরু হওয়ার কথা। তবে করোনা পরিস্থিতির উপর পুরোটা নির্ভর করছে।
পরিচালক তেজাস দেওলকারের ছবিতে কন্ডোম টেস্টার-এর ভূমিকায় দেখা মিলবে রকুলপ্রীত সিংয়ের। এবার কন্ডোম এক্সিকিউটিভ এর ভূমিকায় দেখা যাবে নুসরত ভরুচাকে। সব মিলিয়ে উত্তেজনা তুঙ্গে।
বলিউডেও দাপিয়ে কাজ করছেন নুসরত। সম্প্রতি রাজকুমার রাওয়ের বিপরীতে 'ছলাং' ছবিতে নুসরতের অভিনয় নজর কেড়েছে ভক্তদের।