নেহা ধুপিয়া বরাবরই তাঁর মতামত ও সিদ্ধান্ত সম্পর্কে খুবই স্পষ্টবাদী, এজন্য তিনি বহু বিতর্কেও জড়িয়ে পড়েন। নেহার যখন অন্তঃসত্বা থাকা কালীন প্রথম ট্রাইমস্টারে বিয়ে করেন তাঁর লিভ-ইন পার্টনার অঙ্গদ বেদী কে। তাঁদের বিয়ের মাত্র কয়েক মাস পর জন্ম হয় তাঁদের মেয়ে মেহের এর।