দীপিকার শিরচ্ছেদের ইনাম ১০ কোটি, 'পদ্মাবত'র জন্য চরম হুমকি বিজেপি নেতার

বলিউড ছবি পদ্মাবত, এমন একটি পিরিয়ডিকল ছবি যা সফলতার চেয়ে কয়েক গুণ বেশি পেয়েছিল সমালোচনা, হুমকি, নিন্দা। করনি সেনা, বিজেপির এক নেতা, রাজপুত মহিলারা একজোট হয়েছিল এই ছবি এবং দীপিকা পাডুকোনের বিরুদ্ধে। দীপিকা এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করে এই প্রতিবাদীদের মাথা নত করতে এবং ক্ষমা চাইতে মুগ্ধ করেছিলেন। সঞ্জয় লীলা বনশালী পরিচালিত এই ছবির ঘোষণা, ট্রেলার সবকিছুই বিতর্কের মাত্রা ছাড়ায়। রানি পদ্মিনীকে সিনেপর্দায় ফুটিয়ে তোলা যাবে না। এই ছিল প্রতিবাদীদের দাবি। 

Adrika Das | Published : Aug 17, 2020 4:40 PM IST
19
দীপিকার শিরচ্ছেদের ইনাম ১০ কোটি, 'পদ্মাবত'র জন্য চরম হুমকি বিজেপি নেতার

ছবিটি ব্যান করার প্রচেষ্টা, মুক্তি আটকে দেওয়া এমনকি দীপিকাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। বলিউডের প্রতি তাদের ভরসা এতটাই কম ছিল যে তারা অনুমান করে বসে ভারতের ইতিহাস, রাজপুতের গর্ব রানি পদ্মিনী বাইকে সিনেমায় অপমান করা হবে। 

29

তবে পরবর্তীকালে ছবি মুক্তি পেতে তেমন কিছুই হয়নি। বরং বনশালী এবং দীপিকার প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় তাদের। তবে ছবির মুক্তির আগে অবধি চলেছিল মহাযুদ্ধ। 

39

দীপিকার মাথা কেটে দেওয়ার জন্য এক বিজেপি নেতা এ কোটি টাকার বাজি রেখে বসেন জনসমভে। অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার এক নেতা কোটি টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা করেন। 

49

এছাড়াও বনশালী এবং দীপিকার মাথা কেটে ফেলতে পারলেই পুরস্কার হিসাবে দেওয়া হবে পাঁচ কোটি টাকা। এ কথাও বলেন তিনি। রানি পদ্মিনীর চরিত্রে তারা দাগ আসতে দেবে না। এই ছিল দাবি।

59

বিজেপির সুরজ পাল আমু ১০ কোটি টাকার ইনাম রেখেছিলেন দীপিকার শিরচ্ছেদের জন্য। যদিও এই মন্তব্যের জন্য তাঁকেও সাংঘাতিক বিতর্কের মধ্যে জড়াতে হয়।

69

এমনকি এবকেএম-এর এক নেতা দীপিকাকে জীবিত অবস্থায় পুড়িয়ে ফেলার হুমকিও দেন। তিনি বলেন, দীপিকার বোঝা উচিত জ্যন্ত অবস্থায় পুড়ে মরার কষ্ট কী।

79

রানি পদ্মিনীকে অবমাননা করার শাস্তি তাঁকে পেতেই হবে। শ্রী রাজপুত করনি সেনার দীপিকার নাক কেটে দেওয়ারও হুমকি দেয়। জনসমক্ষে দীপিকা প্রতিবাদীদের বিরুদ্ধে মন্তব্য করা না থামালে তাঁর নাক কেটে দেওয়া হবে। 

89

উত্তর প্রদেশের একদল প্রতিবাদী দীপিকা এবং বনশালীর প্রাণের বাজি রাখে পঞ্চাশ লাখ টাকার। ছবি মুক্তি থামিয়ে তাঁদের প্রাণ যে নিতে পারবে তাকেই দেওয়া হবে এই টাকা। 

99

২০১৭ সালের ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। প্রতিবাদের ঝড়ের মুখে পড়ে ছবিটি মুক্তি পায় ২০১৮ সালের জানুয়ারি মাসে। বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে ছবিটি কেবল সুপারহিটই নয় বক্স অফিসেও কামাল দেখায়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos