'এক ভিলেন রিটার্নস' ছবির প্রচারে দিশা ছাড়াও সকলেরই লুকস নজরকাড়া ছিল। পারফেক্ট ফিগার , ফিটনেস ফ্রিক-এর তকমা যেন লেগে গেছে দিশা পাটানির সঙ্গে । ক্যাজুয়াল পোশাকে দেখা গেছে অর্জুন কাপুরকে। কালো জিন্স,কালো টি-শার্ট, কালো জ্যাকেটে গর্জিয়াস লুকে নজর কেড়েছিলেন অর্জুন কাপুর। অন্যদিকে তারা সুতারিয়াকে স্ট্র্যাপলেস বডিকন পোশাকে দেখা গিয়েছে।