শাহরুখ খানকে এই প্রশ্ন করলেই বিপত্তি, সকলকে সাবধান করলেন বরুণ ধাওয়ান

শাহরুখ খান, হাজার হাজার মানুষের স্বপ্নের পুরুষ, যাঁর দর্শণ পেতে কেই না চায়। আর যদি আলাপ হয়, তখন! কত প্রশ্নই না করার থাকে তাঁকে, কত কীই না বলার থাকে, কৌতুহলের পাহাড় যেন শেষ হয় না। কিন্তু যদি ভুল করে এই প্রশ্ন করে বসেন শাহরুখকে তবেই বিপত্তি। খোলসা করলেন বরুন ধাওয়ান। 

Jayita Chandra | Published : Sep 1, 2021 5:23 AM IST
19
শাহরুখ খানকে এই প্রশ্ন করলেই বিপত্তি, সকলকে সাবধান করলেন বরুণ ধাওয়ান

বরুণ ধাওয়ান এর প্রথম ছবি শাহরুখ খানের সঙ্গে দিলওয়ালে। এই সেটে অনেকটা সময় কাটানো বাদসার সঙ্গে। কথাবার্তা আলাপচারিতার মধ্যে দিয়েই উঠে আসে একাধিক তথ্য। 

29

সেটে বেশ কিছুটা সময় কিং খানের সঙ্গে কাটানোর জন্যই বরুণের ঝধুলিতে রয়েছে একাধিক প্রশ্নের উত্তর। এক সাক্ষাৎকারে তাি শাহরুখকে নিয়ে বেশি কিুছু প্রশ্নের উত্তর দিলেন তিনি।

39

শাহরুখ খানের জীবনের এক গুরুত্বপূর্ণ বিষয় হল তাঁর বাড়ি, মন্নত। যা নিয়ে শাহরুখ খান রীতিমত গর্ব করেন। নিজে হাতে গোটা মন্নত সাজিয়েছিলেন তাঁর স্ত্রী গৌরী খান। 

49

গৌরী গোটা বলিউডের প্রথম সারির একাধিক তারকার বাড়ি সাজিয়েছেন নিজে হাতে। তাই নিজের বাড়ির জন্য যে থাকবে কোনও বিশেষ টার্চ, তা আর বলার অপেক্ষা রাখে না। 
 

59

সেই স্বপ্নের প্রাসাদ নিয়ে কোনও রকমের প্রশ্নই পছন্দ করেন না কিং খান। আর বিক্রির প্রসঙ্গ তো তোলাই মানা। তাই বরুণ খোলসা করেছিলেন, মন্নতের দাম কত, তা কখনই জিজ্ঞেস করা উচিৎ নয় শাহরুখ খানকে।

69

 এই প্রশ্ন তিনি একে বারেই পছন্দ করেন না। বর্তমানে বরুণ ধাওয়ান একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত। তবে কোনও তারকার সঙ্গে ক্লাব করে নয়। রিমেকের ঝড়ে বরুণ এখন একাই একশো। 
 

79

তবে শাহরুখ খানের এই আবেগের কথা তিনি সকলের সামনে ফাঁস করেছিলেন। জানিয়েছিলেন তিনি ঠিক কতটা মন্নতকে নিয়ে পজেসিভ। 

89

শাহরুখ একটা সময় এই মন্নতের সামনেই  নিজের ছবির শ্যুট করেছিলেন, তখনই স্থির করেছিলেন এই বাড়ি তাঁর হবে। কিন্তু সেখানেই শেষ নয় স্বপ্ন, তা নিজের দখলে নিয়ে মনের মত করে তৈরি করেন কিং খান। 

99

বর্তমানে এই মন্নতের আর্থিক মূল্য ২০০ কোটি টাকা। যা এক কথায় বলতে গেলে বহু সেলেবেরও ধরা ছোঁয়ার বাইরে। যদিও কেউ ছুঁতে চাইলেও কিং খান মোটেও তাতে রাজি নন। 

Share this Photo Gallery
click me!

Latest Videos