শাহরুখ খান কতটা ফ্যামিলি ম্যান তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। হাজারো কাজের মধ্যে পরিবার তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে ছেলেমেয়েরা তার চোখের মণি। বাস্তবে বাবা হিসেবে মেয়ে সুহানাকে নিয়ে কতটা পজেসিভ শাহরুখ, তাও সকলেই জানেন। কিন্তু তারপরও মেয়ে সুহানাকে কোনও পাত্তাই দিচ্ছেন না শাহরুখ।একাধিকবার সন্তানদের দোহাই দিয়ে ধূমপান ছাড়া আগ্রহ প্রকাশ করলেও তা শেষ অবধি করতে পারেননি অভিনেতা। এমনকী সুহানার ধমকানিতেও তা কোন কাজে আসেনি। কিন্তু কেন এই দীর্ঘদিনের অভ্যেস ছাড়তে পারছেন না কিং খান, জানলে অবাক হবেন।
বাদশার ব্যক্তিগত জীবন নিয়ে উন্মাদনা তুঙ্গে। অভিনেতার সবচেয়ে খারাপ অভ্যেসটি হল ধূমপান। যেটি বহুবার ছাড়তে ছেড়েও পারেননি অভিনেতা।
210
এককথায় চেন্স স্মোকার বললে খুব একটা ভুল হবে না। অতিরিক্ত ধূমপানে আসক্ত শাহরুখ খান, নিজেই সেকথা একাধিক সাক্ষাৎকারে বলেছেন।
310
একাধিকবার সন্তানদের দোহাই দিয়ে ধূমপান ছাড়া আগ্রহ প্রকাশ করলেও তা শেষ অবধি করতে পারেননি অভিনেতা।
410
শাহরুখ খান কতটা ফ্যামিলি ম্যান তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। হাজারো কাজের মধ্যে পরিবার তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে ছেলেমেয়েরা তার চোখের মণি। বাস্তবে বাবা হিসেবে মেয়ে সুহানাকে নিয়ে কতটা পজেসিভ শাহরুখ, তাও সকলেই জানেন। কিন্তু তারপরও মেয়ে সুহানাকে কোনও পাত্তাই দিচ্ছেন না শাহরুখ।
510
এমনকী সুহানার ধমকানিতেও তা কোন কাজে আসেনি। কিন্তু কেন এই দীর্ঘদিনের অভ্যেস ছাড়তে পারছেন না কিং খান,তা নিয়ে জল্পনা।
610
শাহরুখ নিজেই সর্বদা মানুষকে ধূমপান নিয়ে সাবধান করে। কিন্তু নিজে ছাড়তে পারে না।
710
নিজের এই জঘন্য স্বভাবটির জন্য লজ্জিত শাহরুখ। যদিও আগের তুলনায় এখন অনেকটাই ধূমপান কমিয়ে দিয়েছেন কিং খান।
810
অভিনেতার কথায়, একদিনে মাত্র ৬ বার ধূমপান করেন শাহরুখ। এবং তা আরও কমানোর চেষ্টায় রয়েছেন বাদশা।
910
সন্তানদের কথা মাথায় রেখে শরীরচর্চা করবেন এবং ধূমপান কমিয়ে দেবেন এই পরিকল্পনা করে বারেবারে ব্যর্থ শাহরুখ খান।
1010
দীর্ঘ ৪ বছর পর বড়পর্দায় ফিরতে চলেছে শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি পাঠান-এ দীপিকার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন শাহরুখ।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।