বড় ধাক্কা খেলেন বরুণ, ব্যক্তিগত জীবন গ্রাস করল করোনা ভাইরাস

একের পর এক বিয়ের খবরে মাতোয়ারা বি-টাউন। দীর্ঘদিন ধরে রণবীর আলিয়া বিয়ে নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল। আর এই বিয়ের গুঞ্জনের মধ্যেই বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছিল। অবশেষে বিয়ের দিন পাকা করে ফেললেন বরুণ ধাওয়ান।  চলতি বছরেই মে মাসেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বরুণ-নাতাশা। কিন্তু করোনা ভাইরাসের জেরে জোর ধাক্কা খেলেন অভিনেতা। ব্যক্তিগত জীবনকে গ্রাস করল এই মারণ রোগ। 
 

Riya Das | Published : Mar 6, 2020 10:13 AM IST
110
বড় ধাক্কা খেলেন বরুণ, ব্যক্তিগত জীবন গ্রাস করল করোনা ভাইরাস
বরুণের ছোটবেলার বন্ধু নাতাশা দালালেরল সঙ্গেই গাটছড়া বাঁধতে চলেছেন বরুণ ধাওয়ান। নানা গুঞ্জনের পর সমস্ত গুঞ্জনে ইতি টেনে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন নাতাশা-বরুণ।
210
সূত্র থেকে জানা গেছে চলতি বছরের মে মাসেই চার হাত এক হতে চলেছে। আরও জানা গিয়েছে, বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছে।
310
গত বছরই বিয়ের তোড়জোড় শুরু করেও থেমে গেছিলেন বরুণ। আসন্ন ছবি স্ট্রিট ডান্সার থ্রি -র কারণেই বিয়ে পিছিয়ে গেছিল বরুণের।
410
আবারও বড় ধাক্কা খেলেন বরুণ। করোনা ভাইরাসের জেরে জোর ধাক্কা খেলেন অভিনেতা। ব্যক্তিগত জীবনকে গ্রাস করল এই মারণ রোগ।
510
আগামী ২২ মে রাজকীয় বিয়ের আসর বসতে চলেছে। করোনা ভাইরাসের জেরেই সেই বিয়ের ডেস্টিনেশন বদল হতে চলেছে।
610
করোনার প্রকোপেই ভেস্তে গেল বিয়ের সমস্ত প্ল্যান। ডেস্টিনেশন ওয়েডিং -এরও বাতিল করেছেন বরুণ-নাতাশা।
710
ডেস্টিনেশন ওয়েডিং হওয়ার কথা ছিল ব্যাংককে। কিন্তু করোনার ভয়ে সেটি বাতিল করা হয়। বিয়ের সমস্ত প্ল্যান রেডি হয়ে গেলেও করোনার জেরে তাতে রদবদল করতে হল।
810
থাইল্যান্ডের একটি পাঁচতারা হোটেলেই তাদের বিয়ের আসর বসার কথা ছিল। কিন্তু তাতে জল ঢালল এই করোনা ভাইরাস।
910
ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। আবার এক গ্র্যান্ড পার্টির সাক্ষী হতে চলেছে বলিউডে। বহুল চর্চিত সেলিব্রিটি কাপলদের মধ্যেই বরুণকে দিয়েই প্রথম বিয়ের শুরু।
1010
ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে ব্যাংককে নয়, যোধপুরে বসতে চলেছে বিয়ের আসর।
Share this Photo Gallery
click me!

Latest Videos