বুকের খাঁজে জ্বলছে আগুন, চিনতে পারছেন আলিয়া ভাটকে, সাহসী ছবিতে মুহূর্তে ঝড় নেটপাড়ায়

Published : Mar 15, 2022, 11:33 AM IST

নিজের অভিনয় দক্ষতা এবং ফ্যাশন স্টেটমেন্টে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন বলি অভিনত্রী আলিয়া ভাট। অভিনয়ের পাশাপাশি স্টাইলিং নিয়ে সর্বদাই প্রশংসা কুড়িয়েছেন আলিয়া ভাট। জীবনের ২৮ টি বসন্ত পেরিয়ে ২৯-শে পা দিলেন আলিয়া ভাট (Happy Birthday Alia Bhatt)। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। অভিনয়ের পাশাপাশি সাহসীকতার জন্যও সোশ্যাল মিডিয়ায় সুপরিচিতি রয়েছে আলিয়া ভাটের। কাটাছেড়া পোশাক পরে একাধিকবার বিতর্কে নাম জড়িয়েছে আলিয়া ভাটের। তবে এসব বিতর্ককে পাত্তা দিতে নারাজ আলিয়া ভাট। জন্মদিনে দেখে নিন, আলিয়ার সাহসী অবতারের একগুচ্ছ ছবি, যা মুহূর্তে আগুন জ্বালিয়েছে সোশ্যাল মিডিয়ায়।  

PREV
112
বুকের খাঁজে জ্বলছে আগুন, চিনতে পারছেন আলিয়া ভাটকে, সাহসী ছবিতে মুহূর্তে ঝড় নেটপাড়ায়

জীবনের ২৮ টি বসন্ত পেরিয়ে ২৯-শে পা দিলেন আলিয়া ভাট। ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা (Happy Birthday Alia Bhatt)। অভিনয়ের পাশাপাশি সাহসীকতার জন্যও সোশ্যাল মিডিয়ায় সুপরিচিতি রয়েছে আলিয়া ভাটের। 

212

কাটাছেড়া পোশাক পরে একাধিকবার বিতর্কে নাম জড়িয়েছে আলিয়া ভাটের (Happy Birthday Alia Bhatt)। তবে এসব বিতর্ককে পাত্তা দিতে নারাজ আলিয়া ভাট। আলিয়ার সাহসী অবতারের একগুচ্ছ ছবি, যা মুহূর্তে আগুন জ্বালিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

312

বলিউডে পোশাক বিভ্রাট কোনও নতুন বিষয় নয়। একাধিকবার এই পোশাক বিতর্কে নাম জড়িয়েছে বি-টাউনের টপমোস্টদের (Happy Birthday Alia Bhatt)। তবে এসব থেকে খানিকটা দূরে থাকতেই পছন্দ করেন বলি অভিনেত্রী আলিয়া ভাট। তারপরও হট ফটোশ্যুটের কারণে বিতর্কে নাম জড়িয়েছে আলিয়া ভাটের।
 

412

নিজের অভিনয় দক্ষতা এবং ফ্যাশন স্টেটমেন্টে একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন বলি অভিনত্রী আলিয়া ভাট। অভিনয়ের পাশাপাশি স্টাইলিং নিয়ে সর্বদাই প্রশংসা কুড়িয়েছেন আলিয়া ভাট (Happy Birthday Alia Bhatt)।

512

বাবার পরিচয়ে নয়, নিজের দক্ষতাতেই বি-টাউনে নিজের জায়গা করে নিয়েছেন আলিয়া ভাট।  জন্ম থেকেই ফিল্মি পরিবারে বড় হওয়া আলিয়ার স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার (Happy Birthday Alia Bhatt)। সেই শখপূরণও করেছেন আলিয়া ভাট।

612


মাত্র ৬ বছর বয়স থেকেই অভিনয় শুরু করেন আলিয়া ভাট (Happy Birthday Alia Bhatt)। ১৯৯৯ সালেই বলি নায়িকা প্রীতি জিন্টার 'সংঘর্ষ' সিনেমায় অভিনয় করেছিলেন আলিয়া। প্রীতি জিন্টার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া ভাট।

712

অভিনেত্রী হওয়ার পাশাপাশি ভাল গায়িকা হিসেবেও সুপরিচিতি রয়েছে আলিয়া ভাটের (Happy Birthday Alia Bhatt)। নিজের অভিনীত সিনেমায় গানও গেয়েছেন আলিয়া ভাট। একাধিক সাহসী চরিত্রেও দেখা গেছে আলিয়া ভাটকে।

812

 সাহসী চরিত্রে ঝড় তুললেও আত্মবিশ্বাসের অভাব রয়েছে আলিয়া ভাটের (Happy Birthday Alia Bhatt)। একটু কিছু হলেই অতিরিক্ত বেশি টেনশন করতে শুরু করে দেন আলিয়া ভাট। মুখে কোনও পিম্পল বেরিয়ে এলেও কাঁদতে শুরু করেন আলিয়া ভাট।

912

'স্টুডেন্ট অব দ্য ইয়ার' ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেছিলেন আলিয়া ভাট (Happy Birthday Alia Bhatt)। তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একাধিক সুপারহিট ছবি বলিউডে উপহার দিয়েছেন আলিয়া ভাট। কিছু না কিছু করেই সর্বদাই সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে থাকেন বলি অভিনেত্রী আলিয়া ভাট। 

1012

ফ্যাশন স্টেটমেন্ট থেকে ব্যক্তিগত জীবনের রোম্যান্স  বলিউড অভিনেত্রী আলিয়া ভাট (Happy Birthday Alia Bhatt) সর্বদাই থাকেন শিরোনামে। ফ্যানেদের ধরে রাখতেও সিদ্ধহস্ত মহেশ কন্যা। প্রায় ৩ বছর ধরে কাপুর পরিবারে ছেলে তথা বলিউডের চকোলেট বয় রণবীর কাপুরের সঙ্গে রিলেশনে রয়েছেন  আলিয়া। বলিউডের লাভবার্ডস  আলিয়া ভাট এবং রণবীর কাপুর কবে তারা গাটছড়া বাঁধবেন এই প্রশ্নই এখন বলিমহলের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে।

1112

'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' ছবিতে ইতিমধ্যেই ফাটিয়ে অভিনয় করেছেন আলিয়া ভাট (Happy Birthday Alia Bhatt)। এছাড়াও এই মুহূর্তে একগুচ্ছ ছবি আলিয়ার হাতে রয়েছে। রণবীর-আলিয়া অভিনীত ছবি  'ব্রহ্মাস্ত্র' -তে একসঙ্গে দেখা যাবে  বলিউডের লাভবার্ডসকে। ছবি মুক্তির দিনও করোনার জন্য বারবার পিছিয়ে গেছে । ছবিতে রণবীর-আলিয়া ছাড়াও অমিতাভ বচ্চন, ডিম্পল কাপাডিয়া ও নাগার্জুনা আক্কিনেনি, মৌনি রায় সহ একাধিক বলি তারকাকে দেখা যাবে।

1212

রণবীর কাপুর এবং আলিয়া ভাটের (Happy Birthday Alia Bhatt) কাছে 'ব্রহ্মাস্ত্র' ছাড়া বেশ কিছু প্রজেক্টের কাজ রয়েছে।  রণবীরকে 'শামশেরা' ছবিতে দেখা যাবে এবং আলিয়া ভাটকে আরআরআর, , ডার্লিংস-এ দেখা যাবে। যেখানে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন আলিয়া ভাট।

click me!

Recommended Stories