১৫ বছরেই ভার্জিনিটি লস, সেক্স লাইভ নিয়ে বোমা ফাটালেন সঙ্গমে আসক্ত রণবীর, জানুন আসল সত্য

৪০ শে পা দিলেন বলিউডের চকোলেট বয় রণবীর কাপুর। শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। সকলেই তাদের প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ছোট বয়সেই ভার্জিনিটি লস, শারীরিক সম্পর্ক এসব কিছুতেই সিদ্ধহস্ত রণবীর কাপুর ।  রণবীর নিজে জানিয়েছিলেন, মাত্র ১৫ বছর বয়সেই নিজের ভার্জিনিটি লস করেছিলেন রণবীর কাপুর।

Riya Das | Published : Sep 28, 2022 4:04 AM IST
110
১৫ বছরেই ভার্জিনিটি লস, সেক্স লাইভ নিয়ে বোমা ফাটালেন সঙ্গমে আসক্ত রণবীর, জানুন আসল সত্য

কাপুর পরিবারের হ্যান্ডসাম হাঙ্ক রণবীর কাপুর ছোট থেকেই যেন একটু বেশি অ্যাডভান্স। একদম  ছোটবেলা থেকেই বান্ধবীর সংখ্যা যেমন প্রচুর, ঠিক তেমনই সঙ্গমও যেন জলভাত। ছোট বয়সেই ভার্জিনিটি লস, শারীরিক সম্পর্ক এসব কিছুতেই সিদ্ধহস্ত রণবীর কাপুর ।

210

 

৪০ শে পা দিলেন বলিউডের চকোলেট বয় রণবীর কাপুর। শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। সকলেই তাদের প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে নিজের অভিনয় দক্ষতা নিয়ে বলিউডে নিজের জায়গা পাকিয়েছেন ঠিকই কিন্তু চকোলেট বয় ইমেজের পাশাপাশি প্লে-বয় ইমেজটাও সকলে জানেন।

310

সাহসী অভিনেতা হয়েও যৌনজীবন নিয়ে মুখ খুলতে অনেকেই দ্বিধা করেন। কিন্তু ঋষি পুত্র তাদের মধ্যে পড়েন না। নিজের সেক্স লাইভ নিয়ে খুল্লামখুল্লা জবাব দিয়ে সকলকে এক ঝটকায় হতবাক করে দিয়েছিলেন রণবীর ।রণবীর নিজে জানিয়েছিলেন, অনেক ছোট বয়সেই সঙ্গমে লিপ্ত হয়েছিলেন। মাত্র ১৫ বছর বয়সেই নিজের ভার্জিনিটি লস করেছিলেন রণবীর কাপুর।

410
510

সাহসী অভিনেতা হয়েও যৌনজীবন নিয়ে মুখ খুলতে অনেকেই দ্বিধা করেন। কিন্তু ঋষি পুত্র তাদের মধ্যে পড়েন না। নিজের সেক্স লাইভ নিয়ে খুল্লামখুল্লা জবাব দিয়ে সকলকে এক ঝটকায় হতবাক করে দিয়েছিলেন আলিয়ার স্বামী।  রণবীর কাপুরের ক্যাসানোভা ইমেজের কথা সকলেরই জানা। রণবীর নিজে জানিয়েছিলেন, অনেক ছোট বয়সেই সঙ্গমে লিপ্ত হয়েছিলেন। মাত্র ১৫ বছর বয়সেই নিজের ভার্জিনিটি লস করেছিলেন রণবীর কাপুর। 

610

এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন, মাত্র ১৫ বছর বয়সেই প্রথমবার সঙ্গমে লিপ্ত হয়েছিলেন রণবীর কাপুর। নিজের মুখেই সেকথা সাক্ষাৎকারে স্বীকার করেন কাপুর পুত্র। তিনি নিজেই জানিয়েছিলেন বান্ধবীর সংখ্যা তার প্রচুর। এছাড়াও ওই ছোট বয়সেই একাধিক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন রণবীর কাপুর। 

710

খুব ছোট বয়সেই ভার্জিনিটি লস করেছেন রণবীর কাপুর। প্লে বয় ইমেজের পাশাপাশি নেশাতেও জড়িয়ে পড়েছিলেন রণবীর কাপুর। মাত্র ১৫ বছর বয়স থেকেই তামাক  সেবন, তারপর কলেজে পা রাখতেই মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েছে। বলিউডের এই প্লে-বয় মহেশ কন্যা আলিয়া ভাটের  স্বামী। 

810


একটা সময়ে মাদকের নেশায় জড়িয়ে পড়ে শরীর ও মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন রণবীর। কিন্তু এখন আর সেই মাদক ছুঁয়েও দেখেন না। ২০১৮ সালে সঞ্জয় দত্তের বায়োপির সঞ্জু-তে নিজের মাদকাসক্তির কথা নিয়ে মুখ খোলেন রণবীর কাপুর। তিনি বলেন, কলেজের পর মাদকের ক্ষতি নিয়ে নানা ধারণা তৈরি হয়েছিল। অনেক কষ্টে মাদক ছেড়ে দেন রণবীর কাপুর।

910

রণবীর আরও বলেন,মাদকের নেশা ছেড়ে দিলেও তামাকের নেশা আজও ছাড়তে পারেননি। যেটা আরও বেশি ক্ষতিকর। তবে সিগারেট ছাড়াও মিষ্টির প্রতি প্রবল নেশা রয়েছে রণবীরের। এবং মিষ্টি খেতে তিনি ভীষণ ভালবাসেন। 

1010


ক্যাসানোভা ইমেজ ঝেড়ে ফেলে রণবীর কাপুর এখন হ্যাপিলি ম্যারেড। প্রেমিক-প্রেমিকার ট্যাগলাইন এখন অতীত। ওরা বিবাহিত, ওরা স্বামী-স্ত্রী, এটাই এখন ওদের পরিচয়।  দুই পরিবারের উপস্থিতিতেই চার হাত এক হয়েছে রণবীর কাপুর ও মহেশ ভাটের ছোট কন্যা আলিয়া ভাটের।  বিয়ের পর কেমন কাটছে নতুন জীবন, তাদের প্রতিটা জিনিস জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।  তার উপর অন্তঃসত্ত্বা আলিয়া ভাট। আপাতত মা হওয়ার দিন গুনছেন অনুরাগীরা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos