আলিয়ার কোন স্বভাবটা সবচেয়ে অপছন্দের। সম্প্রতি এমনই এক প্রশ্নের মুখে পড়েছিলেন রণবীর। তবে রণবীর বলেন, ও যখন ঘুমোয় তখন ও আড়াআড়ি ভাবে সরতে থাকে। যার ফলে আর বিছানায় জায়গা থাকে না। ওর মাথা থাকে এক জায়গায় আর পা থাকে আরেক জায়গায়, যার কারণে আমি বিছানার এক কোণে পড়ে থাকি। খুবই কষ্ট করতে হয়।