ভিকি জানান, একটা সময় খুব খারাপ ছিল, যখন আমি হতাশ হয়ে পড়েছিলাম। মায়ের সঙ্গে লাঞ্চ করতে বসে যখন মাকে বলেছিলাম, আমি বুঝতে পারছি না কি করে এইসব করা সম্ভব হবে, তখন মা আমায় বলেছিল এটা হোক না হোক এটা তোমার দায়িত্ব। সবার আগে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে এটা হবেই। সেই থেকেই আমার জীবন পুরো বদলে গেছে।