নেটিজেনদের একজন লিখেছেন, 'আপনার কি শুধু একটি বিকিনি আছে?' আবার অন্য একজন বললেন, 'এখানে দেখানোর কিছু নেই'। অন্য এক নেটিজেন বলেছেন, শরীর তাকে এই বলে লজ্জা দিয়েছে, 'সামনে এবং পিছনে, সবকিছু একই'। একজন ব্যবহারকারী লিখেছেন 'ফ্ল্যাট স্ক্রিন'। এই ধরনের কুরুচিকর মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা (Ileana D'Cruz) ।