শাহরুখের অন্দরমহল, ১০০ বছর আগের বাড়ি, ইয়েস বস-এর শ্যুটিং-এ নজরে আসে মান্নাত

Published : Aug 13, 2020, 03:37 PM ISTUpdated : Aug 18, 2020, 07:27 PM IST

মান্নাত, মুম্বইয়ের অন্যতম ম্যানসনগুলোর মধ্যে অন্যতম নাম। যা দেখতে দূর দূর থেকে ভক্তরা ছুঁটে আসেন। শাহরুখ খানের এই বাড়ির অন্দরমহল এক কথায় রূপকথার দুনিয়া। ছবির সেটের মতই ঝাঁচকচকে সাজানো বাগান। যা চোখে পড়লেই মুহূর্তে ভক্তদের মনে ঝড় উঠে। গৌরীর নিজে হাতে সাজানো এই বাড়ি কীভাবে হয়ে উঠল শাহরুখ খানের, রইল অন্দরমহলের ছবি... 

PREV
113
শাহরুখের অন্দরমহল, ১০০ বছর আগের বাড়ি, ইয়েস বস-এর শ্যুটিং-এ নজরে আসে মান্নাত

‘মান্নাত’-এর বাইরের লুক। বলিউড স্টারেদের মধ্যে সবচেয়ে বিলাসবহুল বাংলোটি কিংগ খানেরই, তা যে খুব ভুল নয়, তা বাড়ির বাইরের জাঁকজমক দেখলেই বোঝা যায়। 

213

শাহরুখ খান এই বাড়িটি প্রথম দেখেছিলেন ইয়েস বস ছবির শ্যুটিং করার সময়। চাঁন্দ তারে গানটির একটি দৃশ্যে দেখা গিয়েছিল মান্নাতকে। 

313

মান্নাত ১০০ বছর পূর্ণ করল। ১৯২০ সালে তৈরি হয়েছিল এই বাড়িটি। নাম ছিল ভিলা ভেইনা। সেই বাড়িটি ১৯৯৭ সালে কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন শাহরুখ খান।

413

বাড়ির বর্তমান মূল্য ২০০ কোটি। বাড়িটিকে মনের মত করে সাজিয়েছেন গৌরী খান। তাঁর ইন্টেরিয়ার ডেকরেট যে এক কথায় চোখ ধাঁধাঁনো তা বলার অপেক্ষা রাখে না। 

513

বাড়ির সামনের ফটক একই রেখে বদলে ফেলা হয়েছে এর পেছনের অংশ। সামনেটা সাবেকিয়ানা বজায় রাখে, বাকিটা এলিগেন্ট। 

613

বাড়ির রঙে রয়েছে এক ভিন্ন ধারার সেড। যা দেখে অনেকেরই আন্দাজ হবে গৌরীর অন্দরমহলের ছবিটা ঠিক কতটা সুন্দর। 

713

বাড়ির সকল বিষয় সিদ্ধান্ত নিয়ে থাকেন গৌরী। কোথায় কোন রঙ থেকে শুরু করে কোথায় কোন পেইন্টিং রাখা হবে। 

813

শাহরুখ খানের বাড়িতে দেওয়াল জুড়ে একাধিক পেইন্টিং লক্ষ্য করা যায়। দামী এই পেইন্টিংগুলো দিয়ে সাজানো ড্রাইং রুম থেকে সিটিং রুম। 

913

রয়েছে বেশ কিছু পুরোনো মূর্তিও। যা এই বাড়ির পুরোনো ঐতিহ্যকে বজায় রাখে। শুধু বাড়ি মেনটেইন্ট করার জন্য প্রতিদিন নির্দিষ্ট কিছু কর্মচারী কাজ করে চলেছে। 

1013

শাহরুখ খান বাড়ির ঢোকার মুখেই রয়েছে সুসজ্জিত বাগান থেকে মূল বাড়িতে উঠে যাওয়ার সিঁড়ি। 

1113

বাড়ির ইতিহাসের কথা মাথায় রেখে পরিকল্পিতভাবেই দেওয়ালটিতে অযত্নের ছাপ রাখা হয়েছে। আর সেই দেওয়ালে ঝোলানো রয়েছে মূল্যবান সব শিল্পকর্ম।

1213

গৌরী খানের সাজ-গোজের ঘর। দামি পোশাকের সম্ভার তো রয়েছেই, পাশাপাশি ড্রেসিং টেবিলটিও কিন্তু কম নজরকাড়া নয়।

1313

বাড়ির বসার ঘর। দেওয়ালে টাঙানো রয়েছে বেশ কিছু প্রাচীন খ্রিষ্টান ফোটোগ্রাফ। এগুলো সংগ্রহ করেছেন শাহরুখের স্ত্রী গৌরী। 

click me!

Recommended Stories