Published : Aug 13, 2020, 03:37 PM ISTUpdated : Aug 18, 2020, 07:27 PM IST
মান্নাত, মুম্বইয়ের অন্যতম ম্যানসনগুলোর মধ্যে অন্যতম নাম। যা দেখতে দূর দূর থেকে ভক্তরা ছুঁটে আসেন। শাহরুখ খানের এই বাড়ির অন্দরমহল এক কথায় রূপকথার দুনিয়া। ছবির সেটের মতই ঝাঁচকচকে সাজানো বাগান। যা চোখে পড়লেই মুহূর্তে ভক্তদের মনে ঝড় উঠে। গৌরীর নিজে হাতে সাজানো এই বাড়ি কীভাবে হয়ে উঠল শাহরুখ খানের, রইল অন্দরমহলের ছবি...