নেটিজেনরা অনেকেইবলছেন দুজনে ভাল বন্ধু হলে পলক কেন মুখ লুকোচ্ছে। কেউ আবার মা শ্বেতার অজুহাত দিয়েছেন, মায়ের ভয়ের নাকি নিজের মুখ আড়াসর করার চেষ্টা করেছেন পলক। তবে ঘটনার সত্যতা এখনও জানা যায়নি। সত্যিই কি একে অপরের ভাল বন্ধু নাকি গোপন সম্পর্কে জড়িয়েছেন ইব্রাহিম ও পলক, জল্পনা ক্রমশ বাড়ছে (Ibrahim ali khan - Palak Tiwari)।