পূত্রবধূর জায়গায় ঐশ্বর্যকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন অমিতাভ, কেন জানেন?


 অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে বচ্চন বধূ।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবারও ভাইরাল হয়েছেন ঐশ্বর্য। কোনও না কোনও কারণে বারংবার শিরোনামে থাকে ঐশ্বর্যর নাম।  তাকে নিয়ে আজও সরগরম পেজ-থ্রির পাতা। ঐশ্বর্যর সঙ্গে শ্বশুরবাড়ির সম্পর্ক যে বেশ ভাল  তা  সকলেরই। ঐশ্বর্য যেমন পুত্রবধু হিসেবে ভাল তেমনি মা হিসেবেও। শ্বশুর অমিতাভ ও শাশুড়ি জয়াকে শ্রদ্ধাও করেন এবং খুবই ভালবাসেন ঐশ্বর্য। বিশেষত, বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনের সঙ্গে পুত্রবধূ ঐশ্বর্যর সম্পর্ক যে গদগদ তা আর বলার অপেক্ষা রাখে না। তবে জানেন কি, পুত্রবধূ হিসেবে ঐশ্বর্যকে দেখে এক সময়ে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন স্বয়ং অমিতাভ বচ্চন। শ্বশুর ও বউমার সম্পর্ক নিয়ে গোপন তথ্যা ফাঁস করলেন অমিতাভ ঘরনি জয়া বচ্চন।

Riya Das | Published : Apr 18, 2022 7:55 AM IST
19
পূত্রবধূর জায়গায় ঐশ্বর্যকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন অমিতাভ, কেন জানেন?

বচ্চন পরিবারের কেচ্ছা নিয়ে সারাক্ষণই চর্চা চলেই আসছে।  নানা জল্পনার মধ্যে ঐশ্বর্য রাই বচ্চন হলেন অন্যতম। যার অনুরাগীর সংখ্যাও প্রায় এক কোটি। তার পুরোনো গসিপ থেকে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা আজও অব্যাহত।

29


নেটদুনিয়ায় বচ্চন পরিবারের সবচেয়ে অ্যাক্টিভ মেম্বার হলেন অমিতাভ বচ্চন। তার অনুরাগীর সংখ্যা আকাশছোঁয়া। যা ঐশ্বর্য রাই বচ্চনের থেকেও প্রায় তিন গুণ বেশি। বিগ বি-কে ফলো করেন প্রায় তিন কোটি অনুরাগী। তবে সেই ভক্তের তালিকায় নাকি ঐশ্বর্যর নাম নেই।

39

এবার এই জল্পনার মধ্যে মুখ খুললেন অমিতাভ ঘরনি জয়া  বচ্চন। নিজের পরিবারকে নিয়ে কথা বলতে গিয়ে  জয়া জানান, বাড়িতে এসে সবার আগে পুত্রবধূকেই খোঁজেন অমিতাভ বচ্চন।
 

49

সম্প্রতি জয়া বচ্চনের একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যা নিয়ে তোলপাড় বি-টাউন। বেশ কয়েকদিন আগে কফি উইথ করণ-এ এসে অমিতাভ ও জয়া বলেছিলেন,ঐশ্বর্য নাকি তাদের বাড়িতে মেয়ে হয়ে এসেছেন বৌমা হয়ে নয়। 

59

শাশুড়ি জয়া ঐশ্বর্যকে নিয়ে অনেক প্রশংসা করেছেন। যা মুহূর্তের মধ্যে নজর কেড়েছ নেটিজেনদের। ঐশ্বর্যর সঙ্গে শ্বশুরবাড়ির সম্পর্ক যে বেশ ভাল  তা সকলেই জানেন। ঐশ্বর্য যেমন পুত্রবধু হিসেবে ভাল তেমনি মা হিসেবেও। শ্বশুর অমিতাভ ও শাশুড়ি জয়াকে শ্রদ্ধাও করেন এবং খুবই ভালবাসেন ঐশ্বর্য।
 

69

অমিতাভ বচ্চন প্রথম ঐশ্বর্যকে দেখে অনুভব করেছিলেন যে তাদের মেয়ে শ্বেতা আবার ঘরে ফিরে আসছে। শ্বেতার যা ফাঁকা রেখে গেছে তা আবারও পূরণ করেছিল রাই সুন্দরী। বলতে গেলে ঐশ্বর্য খুব সহজেই মেয়ে শ্বেতার অভাব পূরণ করেছিল।
 

79

শ্বেতার বিয়ে হয়েও যাওয়ার পর বাড়িটা পুরো ফাঁকা হয়ে গিয়েছিল, সেই জায়গাটা খুব তাড়াতাড়ি পূরণ করেছিল পুত্রবধূ ঐশ্বর্য। জয়া আরও জানিয়েছিলেন, কীভাবে তাদের মেয়ে শ্বেতার জায়গা অল্প কয়েকদিনের মধ্যেই পূরণ করেছিল ঐশ্বর্য। ওকে পেয়ে অমিতাভও খুব খুশি ছিল।
 

89

জয়া বচ্চন সেই সাক্ষাৎকারে বৌমা-শ্বশুরের সম্পর্ক নিয়ে আর কথা  বলেছিলেন। জয়া জানিয়েছিলেন,  ঐশ্বর্যকে প্রথম বার কাছ থেকে দেখে  অমিতাভ কেঁদে ফেলেছিলেন ঐশ্বর্য, তিনি ভেবেছিলেন যেন শ্বেতা বাড়ি এসেছে। শ্বেতার কারণে বচ্চন পরিবারে যে শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণ করেছিল ঐশ্বর্য। 

99


সাক্ষাৎকার চলাকালীন জয়াকে প্রশ্ন করা হয়েছিল , আপনার মতে ঐশ্বর্য কি বচ্চন পরিবারের জন্য সঠিক পছন্দ? তার উত্তরে জয়া জানিয়েছিলেন, হ্যাঁ অবশ্যই। আমি মনে করি ঐশ্বর্য খুব ভাল মনের মানুষ। বলি অভিনেতা অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চনের একটি পুরোনো ভিডিও ব্যাপক ভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos