'ডিনার ডেটের অর্ধেক সময়ই কেটেছে গাড়িতে', প্রোপাজ না করেও কীভাবে কাছাকাছি এসেছিলেন অজয়-কাজল

বলি অভিনেত্রী কাজলের আজ ৪৬ তম জন্মদিন। অজয় দেবগণকে বিয়ে করে চুটিয়ে সংসারও করছেন এই দম্পতি। বলিউডের সেরা দম্পতি ও জুটির  তকমা রয়েছে তাদের। কীভাবে তাদের প্রথম দেখা হয়েছিল, একে অপরের সঙ্গে অন্য সম্পর্কে থাকাকালীন মন বিনিময় হয়েছিল দুজনের। তারপর ১৯৯৯ সালে বাড়ির মত না থাকা সত্ত্বেও গাটছড়া বাঁধেন বলিউডের এই জুটি, জেনে নিন তাদের ভালবাসার গল্প।

Riya Das | Published : Aug 5, 2020 6:07 AM IST
110
'ডিনার ডেটের অর্ধেক সময়ই কেটেছে গাড়িতে', প্রোপাজ না করেও কীভাবে কাছাকাছি এসেছিলেন অজয়-কাজল

কাজল একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অজয় এক কোণে বসে ছিল। এমনকী কাজলের সঙ্গে কোনও কথাই বলেননি।

210

কাজল জানিয়েছিলেন, আমি শট দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। তারপরই জিজ্ঞাসা করলাম নায়ক কোথায়। কেউ একজন অজয়ের দিকে ইঙ্গিত দিয়েছিল। দেখলাম সে একঘেয়ে ব্যক্তির মতো কোণে চুপচাপ বসে আছে।

310

কাজল জানিয়েছিলেন, আমি শট দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। তারপরই জিজ্ঞাসা করলাম নায়ক কোথায়। কেউ একজন অজয়ের দিকে ইঙ্গিত দিয়েছিল। দেখলাম সে একঘেয়ে ব্যক্তির মতো কোণে চুপচাপ বসে আছে।

410

২৫ বছর আগে দুজনের সাক্ষাৎ হয়েছিল হালচাল ছবির সেটে। তারপরেই ধীরে ধীরে আলাপ হয়, বাড়তে থাকে বন্ধুত্ব। আর তারপরই মন বিনিময় হয়েছিল দুজনের মধ্যে।

510

 আর সেই সময়ে দুজনেরই একে অন্যের সঙ্গে সম্পর্কে ছিলেন। এভাবেই চলতে থাকেন কাজল-অজয়। ৪ বছর পরেই বিয়ের সিদ্ধান্ত নেন দুজনে। 

610

অজয়ের বাবা-মা তাদের বিয়েতে রাজি ছিলেন। কিন্তু কাজলের বাবা চেয়েছিলেন মেয়ে কেরিয়ারে মনোযোগ দিক। কাজলের পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও কাজল অনড় থাকায় বাধ্য হয়েই মেনে নেন কাজলের পরিবার।  

710


তারপরই বাবাকে রাজি করিয়ে ১৯৯৯ সালে পরিবারের লোকজনের সম্মতিতে ঘরোয়াভাবেই বিয়ে সারেন দুজনে। 

810


কাজল আরও জানিয়েছেন, যখনই তারা একে অপরের সঙ্গে ঝামেলা করেন তখন ঘন্টার পর ঘন্টা তারা ঘরে বসে থাকলেও একে অপরের সঙ্গে কথা বলেন না। 

910

২০০৩ সালে গর্ভে আসে নাইসা। তার প্রায় ৭ বছর পর জন্ম হয় ছেলে যুগের।

1010

ছেলে ও মেয়ে নিয়ে চুটিয়ে সংসার করছেন বলিউডে হ্যাপি কাপল অজয়-কাজল। শেষবারের মতো 'তানাজি' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos