ক্যাটের মা হওয়ার জল্পনায় মুখ খুলেছিলেন ভিকির মুখপাত্র। প্রথমসারির সংবাদমাধ্যমকে ভিকির মুখপাত্র জানিয়েছিলেন, এই খবর সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন। তার কথায় একদমই মিথ্যা এই খবর, যার কোনও সত্যতা নেই, এগুলো পুরোপুরি গুজব। যদিও পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট ক্যাটরিনা কাইফ।