আর বিয়ের আগে আজ বান্দ্রায় দেখা মিলল ক্যাটরিনার। তাঁর পরনে ছিল জিমের পোশাক। তাতেই স্পষ্ট যে জিম সেরে ফিরছিলেন তিনি। আসলে বিয়ে বলে কথা তাই শরীর ঠিক রাখতেই হবে। সেই কারণে বিয়ের দিন এগিয়ে এলেও শরীর চর্চায় কোনও খামতি রাখতে চাইছেন না অভিনেত্রী। আবার পাপারাৎজিদের ক্যামেরায় পোজও দিয়েছেন তিনি। তাঁর পরনে ছিল সাদা ট্যাঙ্ক টপ, কালো লেগিংস, কালো সানগ্লাস ও কালো মাস্ক।