সূত্র থেকে আরও জানা গেছে সোয়াই মাধোপুরের নামজাদা সমস্ত মিষ্টির দোকান থেকে হরেক রকমের মিষ্টি রাখা হয়েছে। যার মধ্যে থাকতে চলেছে রাজস্থানের হরেক রকমের মিষ্টি, কাজু বরফি,ডোডা বরফি, বেসন চাক্কি, গুলাব জামুন সহ আরও নানা স্বাদের মিষ্টি। এবং ইতালীয় শেফের বানানো পাঁচতলা কেকও কাটবেন ভিক্যাট (Katrina-Vicky Wedding) ।