এছাড়াও বহু মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি, কখনও সামনে আসে তাঁর সান সারা, এ মেরে দিল, ফাকিরা, আর্টিস্ট প্রভৃতি। এরপরই তাঁর নজরে ছিল বিগ বস, তেমন স্বপ্নও পূরণ হয়, তিনি বিজেতা ঘোষণা হওয়ার আগেই সামনে আসে আরও এক খবর, যা পাল্টে দিতে চলেছে তেজস্বীর কেরিয়ার।